জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী
নাইজারের সামরিক জান্তা ইকোওয়াসের সঙ্গে সংলাপ চায়
-
নাইজারের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানি (ডানে)
নাইজারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওহুমুদু মাহামুদু বলেছেন, দেশের ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট বা ইকোওয়াসের সঙ্গে সংলাপে বসতে চায়।
গত সপ্তাহে নাইজারের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রধান জেনারেল আব্দুর রহমান তিয়ানির নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে ইকোওয়াস নাইজারের বেসামরিক কর্তৃপক্ষকে ক্ষমতায় পুনর্বহালের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, রোববারের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতায় পুনর্বহাল না করলে নাইজারের সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হবে। এরই মধ্যে সেই সময়সীমা শেষ হয়েছে।
এরপর গতকাল (সোমবার) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল-৫কে দেয়া সাক্ষাৎকারে মাহামুদু বলেন, "জান্তা সরকার ইকোওয়াসকে প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দিয়েছে এবং সম্ভবত আজকের মধ্যেই এই প্রতিনিধি দল নাইজার পৌঁছাবে।" মাহামুদু বলেন, সংলাপ এখনো সম্ভব।
গত বৃহস্পতিবার ১৫ সদস্যের অর্থনৈতিক জোট ইকোওয়াসের একটি প্রতিনিধিদল নাইজারের রাজধানী নিয়ামিত পৌঁছায় কিন্তু ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম কিংবা অভ্যুত্থানে নেতৃত্বদানকারী আব্দুর রহমান তিয়ানির সঙ্গে আলোচনা করতে ব্যর্থ হয়। গত ২৬ জুলাই নাইজারে সেনা অভ্যুত্থানের পর থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটকে রাখা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন