ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক যৌন নির্যাতন; ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর
https://parstoday.ir/bn/news/world-i126714-ইউক্রেনের_সেনাবাহিনীতে_ব্যাপক_যৌন_নির্যাতন_ব্যবস্থা_নেয়ার_আশ্বাস_মন্ত্রীর
ইউক্রেনের সেনা কমান্ডারদের পক্ষ থেকে নারী সৈনিকদের কাছ থেকে যৌন সুবিধা গ্রহণের বাধ্যতামূলক রেওয়াজ চালু হয়েছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে। দৈনিকটি বলেছে, ইউক্রেনের নারীদেরকে দু’টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১২, ২০২৩ ০৯:৩৮ Asia/Dhaka
  • ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার
    ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার

ইউক্রেনের সেনা কমান্ডারদের পক্ষ থেকে নারী সৈনিকদের কাছ থেকে যৌন সুবিধা গ্রহণের বাধ্যতামূলক রেওয়াজ চালু হয়েছে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান খবর দিয়েছে। দৈনিকটি বলেছে, ইউক্রেনের নারীদেরকে দু’টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। 

গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক মাত্রায় দুর্নীতি ও যৌন নির্যাতনের এই তথ্য উঠে এসেছে।

বিষয়টিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, কোনো নারী সৈনিকের পক্ষ থেকে কোনো কমান্ডারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে তিনি ব্যক্তিগতভাবে পুলিশের সহযোগিতায় বিষয়টি তদন্ত করবেন। তিনি যেকোনো যৌন নির্যাতনের তথ্য তাকে জানানোর জন্য নারী সৈনিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

ইউক্রেনের নারী সৈনিক ওলেনা বিলোজের্স্কা 

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনা কমান্ডাররা তাদের অধীনস্ত নারী সৈনিকদেরকে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর নির্দেশ দেন। নির্দেশ পালনে অপারগ নারী সৈনিকদের মানসিক চিকিৎসা নিতে পাঠানো হয় অথবা তাদের স্বামীদেরকে যুদ্ধে নিহত হওয়ার জন্য ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়া হয়।

২৭ বছর বয়সি ইউক্রেনের নারী প্লাটুন সার্জেন্ট নাদিয়া হারান সাহসি ভূমিকা নিয়ে সেনা কমান্ডারদের যৌন নির্যাতনের এই তথ্য গার্ডিয়ানকে সরবরাহ করেছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তিনি বিষয়টি নিয়ে নাদিয়ার সঙ্গে কথা বলবেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।