'ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সমরাস্ত্রের দুর্বলতা প্রমাণিত হয়েছে'
https://parstoday.ir/bn/news/world-i126882-'ইউক্রেন_যুদ্ধে_পশ্চিমা_সমরাস্ত্রের_দুর্বলতা_প্রমাণিত_হয়েছে'
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সর্বাত্মক সমরাস্ত্র সহযোগিতা সত্ত্বেও কিয়েভের সামরিক ভাণ্ডার নিঃশেষ হয়ে এসেছে। তিনি গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৬, ২০২৩ ১০:৪৯ Asia/Dhaka
  • 'ইউক্রেন যুদ্ধে পশ্চিমা সমরাস্ত্রের দুর্বলতা প্রমাণিত হয়েছে'

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সর্বাত্মক সমরাস্ত্র সহযোগিতা সত্ত্বেও কিয়েভের সামরিক ভাণ্ডার নিঃশেষ হয়ে এসেছে। তিনি গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে কুবিঙ্কা শহরে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক ১১তম মস্কো সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

শোইগু বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের দুর্বলতা প্রকাশ হয়ে পড়েছে এবং এ সংক্রান্ত তথ্য অচিরেই প্রকাশ করবে মস্কো।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিমাদের সামরিক শক্তি সম্পর্কে যতসব কল্পকাহিনী প্রচার করা হতো ইউক্রেন যুদ্ধে তার সব শেষ করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী।

শোইগু বলেন, পশ্চিমাদের সমরাস্ত্রের বিশেষ কোনো অনন্য বৈশিষ্ট্য নেই এবং যুদ্ধক্ষেত্রে এসব অস্ত্রশস্ত্র রুশ সমরাস্ত্রের সামনে টিকতে পারেনি।

আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা গত প্রায় ১৮ মাসে ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। 

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি শিগগিরই পশ্চিমা অস্ত্রশস্ত্রের দুর্বলতা প্রকাশ করবেন এবং দেখাবেন যে, এসব অস্ত্র অভেদ্য ছিল না। তিনি বলেন, জার্মান ট্যাংক, মার্কিন সাঁজোয়া যান এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্রশস্ত্রের ধ্বংস হয়ে যাওয়ার প্রমাণ রাশিয়ার কাছে আছে। অথচ এতদিন প্রচার করা হতো এসব সমরাস্ত্র ধ্বংস করা যাবে না।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।