আগস্ট ২৪, ২০২৩ ১৭:৩২ Asia/Dhaka
  • ব্রিকসের নয়া সদস্য হলো ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে ব্রিকস জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে এই জোটের শীর্ষ সম্মেলন চলছে এবং জোটের সম্প্রসারণের জন্য আগেই সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এই জোটের সদস্য পদ দেয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

এর পাশাপাশি ব্রিকস জোটে নতুন সদস্য হিসেবে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবকে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।

এর আগে ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো এই জোটের সম্প্রসারণের জন্য নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছায় এবং তারা এই ছয়টি দেশকে আগামী পহেলা জানুয়ারি থেকে জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

ব্রিকস জোটে নতুন সদস্য হিসেবে যোগ দেয়ার আমন্ত্রণের খবরে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি বলেন, ব্রিকসের সদস্য পদ পাওয়া একটি ঐতিহাসিক ঘটনা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতির জন্য একটি কৌশলগত সাফল্য। এজন্য তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবং মহান ইরানি জাতির প্রশংসা করেন।

নতুন ৬ সদস্যকে আমন্ত্রণ জানানোর পর চীনের প্রেসিডেন্ট বলেছেন, এর মধ্য দিয়ে ঐক্য এবং সহযোগিতার ব্যাপারে ব্রিকসের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, ব্রিকসের এই সম্প্রসারণ একটি ঐতিহাসিক ঘটনা এবং সহযোগিতার ক্ষেত্রে নতুন স্টার্টিং পয়েন্ট হবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ