গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেয়ার জন্য বিচারের মুখে সারকোজি
https://parstoday.ir/bn/news/world-i127332-গাদ্দাফির_কাছ_থেকে_নির্বাচনী_তহবিল_নেয়ার_জন্য_বিচারের_মুখে_সারকোজি
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে তহবিল গ্রহণের অভিযোগে বিচারের মুখে পড়েছেন। আগামী বছরের ৭ মার্চ এ ব্যাপারে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। আর ২০২৫ সালের ৬ জানুয়ারি থেকে ওই বছরের ১০ এপ্রিলের মধ্যে সারকোজির বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৬, ২০২৩ ১৯:০২ Asia/Dhaka
  • গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী তহবিল নেয়ার জন্য বিচারের মুখে সারকোজি

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে তহবিল গ্রহণের অভিযোগে বিচারের মুখে পড়েছেন। আগামী বছরের ৭ মার্চ এ ব্যাপারে প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে। আর ২০২৫ সালের ৬ জানুয়ারি থেকে ওই বছরের ১০ এপ্রিলের মধ্যে সারকোজির বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে।

 
২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজি বিজয়ী হন এবং ওই নির্বাচনের প্রচারাভিযানে খরচের জন্য তিনি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন।
৬৮ বছর বয়সী সারকোজি ফ্রান্সে নানামুখী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অবৈধ অর্থ গ্রহণ এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত কাজে খরচের অভিযোগ রয়েছে।
ফ্রান্সের একটি অনুসন্ধানী ওয়েবসাইট সারকোজির তহবিল গ্রহণের ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে দেখা যায়, ২০০৭ সালের নির্বাচনী প্রচারণার জন্য লিবিয়ার নেতা গাদ্দাফি সারকোজিকে পাঁচ কোটি ইউরো দিতে রাজি হয়েছিলেন। এই মামলায় সারকোজি দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হবে।
সারকোজি সবসময় গাদ্দাদির কাছ থেকে তহবিল গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০১৮ সালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এ বিষয়ে সামান্যতম কোনো প্রমাণ নেই।
এর আগে ২০২১ সালের মে মাসে একটি দুর্নীতির মামলায় হেরে যান সারকোজি। তবে তার আইনজীবী টিম ফ্রান্সের সর্বোচ্চ আদালতে ওই রায় চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।