ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দিল সামরিক সরকার
https://parstoday.ir/bn/news/world-i127554-ফ্রান্সের_রাষ্ট্রদূতকে_বহিষ্কার_করতে_পুলিশকে_নির্দেশ_দিল_সামরিক_সরকার
নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের কূটনৈতিক মর্যাদা বাতিল করতে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক সরকার।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১৪:৩০ Asia/Dhaka
  • নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে
    নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে

নাইজারে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের কূটনৈতিক মর্যাদা বাতিল করতে এবং তাকে দেশ থেকে বহিষ্কার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক সরকার।

নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ফরাসি রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে আর কোনভাবেই এখন থেকে ফ্রান্সের দূতাবাসের একজন কর্মী হিসেবে কূটনৈতিক সুযোগ-সুবিধা পাবেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আরো বলা হয়েছে, এরইমধ্যে ফরাসি রাষ্ট্রদূতের পরিবারের সদস্যদের কূটনৈতিক কার্ড এবং ভিসা বাতিল করা হয়েছে।

এর আগে নাইজারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাষ্ট্রদূত এবং তার পরিবারের সদস্যদের ভিসা বাতিল করা হয়েছে। কূটনৈতিক কার্ড এবং ভিসা বাতিল করার পর ফরাসি রাষ্ট্রদূতকে নাইজার ছাড়ার জন্য সামরিক সরকার ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। গত ২৮ আগস্ট সেই সময়সীমা পার হলেও ইত্তে নাইজার ছাড়েননি। দেশটির সামরিক সরকার বলছে, ফ্রান্সের আচরণ নাইজারের স্বার্থের পরিপন্থী।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, নাইজারের জান্তা সরকারের নির্দেশ সত্ত্বেও রাষ্ট্রদূত সিলভেইন ইত্তে সামরিক অভ্যুত্থান কবলিত নাইজারেই অবস্থান করবেন।গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটিতে ফ্রান্সের বিরুদ্ধে নিয়মিতভাবে জনগণ বিক্ষোভ করে আসছে। ১৯৬০ সালে নাইজার ফরাসি উপনিবেশ থেকে স্বাধীন হলেও দেশটির ওপর ফ্রান্সের ব্যাপক প্রভাব রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।