রাশিয়ার মধ্যাঞ্চলে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ৬
https://parstoday.ir/bn/news/world-i127622-রাশিয়ার_মধ্যাঞ্চলে_গোলাবারুদের_কারখানায়_বিস্ফোরণ_নিহত_৬
রাশিয়ার সামারা অঞ্চলের একটি বিস্ফোরক দ্রব্য তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত ও দুইজন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৯:১৪ Asia/Dhaka
  • রাশিয়ার মধ্যাঞ্চলে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

রাশিয়ার সামারা অঞ্চলের একটি বিস্ফোরক দ্রব্য তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত ও দুইজন আহত হয়েছে।

ওই কারখানায় ওয়েল্ডিং কাজের সময় বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছেন একজন স্থানীয় এমপি। সামারা রাশিয়ার মধ্যাঞ্চলে অবস্থিত।

রাশিয়ার বার্তা সংস্থা ইতার তাস এবং রিয়া নভোস্তি জানিয়েছে, সামারা অঞ্চলের চাপায়েভস্ক শহরের প্রমসিটেজ কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা দুটোর খবর অনুযায়ী, স্থানীয় কর্মীরা কারখানার একটি টেকনিক্যাল পাইপ লাইন বন্ধ করার সময় এই বিস্ফোরণ ঘটে, সেখানে আগুন ধরার ফলে বিস্ফোরণ ঘটেনি। একই তথ্য জানিয়েছেন স্থানীয় এমপি আলেকজান্ডার খিনস্টেইন।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।