ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ স্পিডবোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান
https://parstoday.ir/bn/news/world-i127704-ইউক্রেনের_ল্যান্ডিং_ফোর্সসহ_স্পিডবোট_ডুবিয়ে_দিয়েছে_রাশিয়ার_যুদ্ধবিমান
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ চারটি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৩ ১৮:৫৬ Asia/Dhaka
  • ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ স্পিডবোট ডুবিয়ে দিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সসহ চারটি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে। এসব স্পিডবোটে করে ইউক্রেনের সেনারা ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিম এলাকায় অবতরণ করার চেষ্টা করছিল।

আজ (সোমবার) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, ধ্বংস হওয়া স্পিডবোটগুলো আমেরিকার তৈরি।

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কৃষ্ণসাগরীয় বহরের যুদ্ধবিমান মার্কিন নির্মিত চারটি উইলার্ড স্পিডবোট ধ্বংস করেছে যাতে ইউক্রেনের ল্যান্ডিং ফোর্সের সেনারা ছিল। এসব সেনা ক্রিমিয়া উপদ্বীপের সর্ব-পশ্চিমের কেপ তারখানকুতের দিকে যাচ্ছিল।

গত সপ্তাহেও রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সেনাদের কয়েকটি অবতরণ-প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। এর মধ্যে গত বুধবার রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল যে, তারা ওইদিনও চারটি স্পিডবোট ডুবিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।