রাশিয়াকে অস্ত্র দেয়ার ব্যাপারে উত্তর কোরিয়াকে মার্কিন হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i127774-রাশিয়াকে_অস্ত্র_দেয়ার_ব্যাপারে_উত্তর_কোরিয়াকে_মার্কিন_হুঁশিয়ারি
রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৩ ১৪:৪৮ Asia/Dhaka
  • মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান

রাশিয়াকে সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মঙ্গলবার এক ব্ক্তব্যে বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে উত্তর কোরিয়াকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

সুলিভান বলেন, সমরাস্ত্রের জন্য উত্তর কোরিয়ার দ্বারস্থ হওয়ায় রাশিয়ার দুরবস্থা ফুটে উঠেছে। তিনি দাবি করেন, রাশিয়া এসব অস্ত্র খাদ্য গুদাম ও প্রচণ্ড শীতে ঘরবাড়ি উষ্ণ রাখার কাজে ব্যবহৃত স্থাপনাগুলোতে হামলা চালানোর কাজে ব্যবহার করবে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত কয়েকদিনে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচারিত হয় যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

এ খবরের সঙ্গে গণমাধ্যমগুলো এ সম্ভাবনার কথাও উড়িয়ে দেয়নি যে, কিম ও পুতিন উত্তর কোরিয়া থেকে রাশিয়ার জন্য সমরাস্ত্র কেনার ব্যাপারে আলোচনা করবেন। এর কারণ হিসেবে এসব মাধ্যম বলেছে যে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতমাসে উত্তর কোরিরা সফর করেন এবং দেশটির সমরাস্ত্র ভাণ্ডারগুলো পরিদর্শন করেন।তিনি মূলত ওই সফরে উত্তর কোরিয়ার কাছ থেকে কী কী অস্ত্রসস্ত্র কেনা যায় তা পর্যবেক্ষণ করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৬