ইউক্রেনের শেষ ব্যক্তি পর্যন্ত আমেরিকা কিয়েভকে যুদ্ধ করতে বাধ্য করবে
https://parstoday.ir/bn/news/world-i127826-ইউক্রেনের_শেষ_ব্যক্তি_পর্যন্ত_আমেরিকা_কিয়েভকে_যুদ্ধ_করতে_বাধ্য_করবে
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকা ইউক্রেনের ওপর এমন এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে যেখানে দেশটির শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হবে কিয়েভ। আমেরিকা ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর একথা বললেন পেসকভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০২৩ ১৭:৫৬ Asia/Dhaka
  •  ইউক্রেনের শেষ ব্যক্তি পর্যন্ত আমেরিকা কিয়েভকে যুদ্ধ করতে বাধ্য করবে

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকা ইউক্রেনের ওপর এমন এক যুদ্ধ চাপিয়ে দিয়েছে যেখানে দেশটির শেষ ব্যক্তি জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ করতে বাধ্য হবে কিয়েভ। আমেরিকা ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর একথা বললেন পেসকভ।

ক্রেমলিনের মুখপত্র জোর দিয়ে বলেন, আমেরিকা ইউক্রেনকে এই সমস্ত বাড়তি অস্ত্র দেয়ার পরেও যুদ্ধক্ষেত্রে তাতে কোনো পরিবর্তন আনবে না। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা বহুবার এই বিবৃতি শুনেছি যে, ইউক্রেনের জন্য যত সাহায্য লাগে আমেরিকা দেবে।" এর অর্থ হচ্ছে ওয়াশিংটন ইউক্রেনের নাগরিকদেরকে কার্যকরভাবে যুদ্ধে যুক্ত থাকতে বাধ্য করবে এবং এই যুদ্ধ চলবে ইউক্রেনের শেষ নাগরিক বেঁচে থাকা পর্যন্ত।
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অঘোষিতভাবে দুদিনের সফরে ইউক্রেন পৌঁছেছেন। জুন মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরুর পর এই প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিয়েভ সফরে গেলেন।
কিয়েভ পৌঁছার পর ব্লিংকেন বলেন, শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযানে সফল হওয়ার জন্য নয়, বরং দীর্ঘ মেয়াদে ইউক্রেনের জন্য যা প্রয়োজন তার সব কিছু করবে আমেরিকা।#
পার্সটুডে/এসআইবি/৭