ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i127862-ইউক্রেনকে_আরো_৬০_কোটি_ডলারের_অস্ত্র_দেবে_আমেরিকা
আমেরিকা ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেবে। রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা একের পর এক অস্ত্রের চালান সরবরাহ করে চলেছে এবং এর মধ্য দিয়ে ওয়াশিংটন দিন দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গভীরভাবে নিজেকে যুক্ত করে ফেলছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র দেবে আমেরিকা

আমেরিকা ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে আরো ৬০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেবে। রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা একের পর এক অস্ত্রের চালান সরবরাহ করে চলেছে এবং এর মধ্য দিয়ে ওয়াশিংটন দিন দিন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গভীরভাবে নিজেকে যুক্ত করে ফেলছে।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গতকাল (বৃহস্পতিবার) জানিয়েছে, নতুন করে যে সামরিক প্যাকেজ দেয়া হচ্ছে তাতে বিপুল পরিমাণে বিস্ফোরক, গোলাবারুদ এবং মাইনক্ষেত্র পরিষ্কার করার সরঞ্জাম থাকবে।

ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ইনিশিয়েটিভের আওতায় আমেরিকা এই সামরিক সহযোগিতা দেবে যার কারণে ওয়াশিংটন তার মিত্রদের কাছ থেকে এ সমস্ত অস্ত্র ও গোলাবারুদ কিনবে, নিজের ভাণ্ডার থেকে সরবরাহ করবে না।
এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, নতুন এই সামরিক সহায়তা প্যাকেজ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তা পূরণ করবে। এই সামরিক সহায়তার মধ্য দিয়ে ইউক্রেনের প্রতি আমেরিকার দৃঢ় সমর্থন প্রকাশ পাবে বলেও জানিয়েছে পেন্টাগন।

ইউক্রেনকে সামরিক এবং মানবিক সহায়তা হিসেবে আরো ১০০ ডলার দেয়া হবে বলে ঘোষণা দেয়ার একদিন পর আমেরিকা নতুন এই সামরিক প্যাকেজ ঘোষণা করল। এছাড়া, বুধবার আমেরিকা ঘোষণা করেছে যে, তারা ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র সরবরাহ করবে যাতে মারাত্মকভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। এসব অস্ত্র ব্যবহার করা হলে ইউক্রেন ও রাশিয়া অঞ্চলের মানুষের মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা হতে পারে বলে আন্তর্জাতিকভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন