রাশিয়ার ড্রোন ও বুলেটপ্রুফ বডি আর্মর গ্রহণ করলেন কিম জং উন
https://parstoday.ir/bn/news/world-i128226-রাশিয়ার_ড্রোন_ও_বুলেটপ্রুফ_বডি_আর্মর_গ্রহণ_করলেন_কিম_জং_উন
রাশিয়া সফর শেষ করেছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। এ সফরের সময় তিনি রাশিয়া থেকে ড্রোন এবং বুলেটপ্রুফ বডি আর্মর নিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:১৪ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

রাশিয়া সফর শেষ করেছেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। এ সফরের সময় তিনি রাশিয়া থেকে ড্রোন এবং বুলেটপ্রুফ বডি আর্মর নিয়েছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস গতকাল (রোববার) জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা পাঁচটি কামিকাজে ড্রোন এবং একটি জেরান-২৫ গোয়েন্দা ড্রোন এবং এক সেট বুলেটপ্রুফ পোশাক নিয়েছেন যা থার্মাল ক্যামেরা দিয়ে সনাক্ত করা সম্ভব নয়।

তাস জানায়, এই বডি আর্মর বুক, কাঁধ, গলা এবং দেহের কটিসন্ধিগুলোর সুরক্ষা দেবে।

গতকাল কিম জং উন ভ্লাডিভস্টকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎকার করেন। এছাড়া তিনি সেখানে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ সর্বাধুনিক অস্ত্রশস্ত্র পরিদর্শন করেন।

কিম জং উনের রাশিয়া সফরের আগে পশ্চিমা গণমাধ্যমগুলো অপপ্রচার চালিয়েছিল যে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে উত্তর কোরিয়া এবং এই সফরের সময় এর সংক্রান্ত চুক্তি হবে। কিন্তু সে ধরনের কোনকিছু এই সফরে ছিল না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮