ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/world-i128268-ফরাসি_রাষ্ট্রদূতকে_তলব_করল_রাশিয়ার_পররাষ্ট্র_মন্ত্রণালয়
জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:০৪ Asia/Dhaka
  • ফরাসি রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

জি২০ শীর্ষ সম্মেলনের অবকাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সংবাদ সম্মেলনে রুশ সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় মস্কোয় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ নিউজ চ্যানেল রিয়া নোভোস্তির একাধিক সাংবাদিক এবং রাশিয়া-নিউজের এডিটর-ইন-চিফকে ফরাসি প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে প্রবেশ করতে দেয়া হয়নি।

বিষয়টিকে ‘নির্দয় আচরণ’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের এই আচরণ ছিল চরম বিদ্বেষপূর্ণ এবং সরাসরি রুশ-আতঙ্ক তৈরির লক্ষ্যে এটি করা হয়েছে। এর ফলে গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত মৌলিক নীতিমালা সুস্পষ্টভাবে  লঙ্ঘন করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে বলেছে, প্যারিস যেন যেকোনো ভিন্ন মতাবলম্বী গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা বন্ধ করে। ফরাসি রাষ্ট্রদূতকে আরো বলা হয়েছে, ফ্রান্সের উচিত রুশ গণমাধ্যমগুলির সঙ্গে বৈষম্য করা বন্ধ করা এবং তাদের সঙ্গে সেই আচরণ করা শুরু করা যে আচরণ রাশিয়া ফ্রান্সের গণমাধ্যমগুলোর সঙ্গে করে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৯