সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৪:৫১ Asia/Dhaka
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ  দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্য বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রেন সংঘাতের নিরসন করতে চাইলে মস্কো একই পন্থায় জবাব দেবে। তিনি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার পর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “পাশ্চাত্য স্পষ্টভাবে বলছে যে, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে হবে। যদি পাশ্চাত্য বিষয়টিকে যুদ্ধক্ষেত্রে সমাধান করতে চায় তাহলে তাই হবে।” ল্যাভরভ বলেন, “ইউক্রেনে কী হচ্ছে কেন হচ্ছে তা কেউ আন্তরিকতার সঙ্গে বোঝার চেষ্টা করছে না। আর যারা বুঝতে পারছে তারা তা প্রকাশ্যে বলতে ইচ্ছুক নয়।”

সংবাদ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার চারদিন পর শনিবার ভাষণ দেন ল্যাভরভ। ওই ভাষণে তিনি গোটা পাশ্চাত্যকে ‘মিথ্যার সাম্রাজ্য’ বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইউক্রেন সংঘাত নিরসনের ব্যাপারে যেসব শান্তি পরিকল্পনা প্রেসিডেন্ট জেলেনস্কির অনুমোদন পাবে সেগুলো ‘অবাস্তব এবং তা সকলের জানা।’

তিনি বলেন, কিন্তু রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর লক্ষ্যে যেকোনো আলোচনায় বসতে মস্কো প্রস্তুত রয়েছে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেন ল্যাভরভ। এর কারণ হিসেবে তিনি বলেন, একবার যুদ্ধবিরতিতে সম্মত হয়ে প্রতারিত হয়েছে বলে ও পথে আর পা বাড়াবে না মস্কো।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪

ট্যাগ