মে ২৫, ২০২৪ ০৯:৫৬ Asia/Dhaka
  • সৌদি যুবরাজ (বামে)
    সৌদি যুবরাজ (বামে)

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মাদ মোখবের বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলো ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সহযাত্রীদের নিহত হওয়ার ঘটনায় ইরানের সরকার ও জনগণকে সমবেদনা জানাতে শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান মোহাম্মাদ মোখবেরকে টেলিফোন করলে তিনি এ মন্তব্য করেন।

তেহরানের সঙ্গে রিয়াদের সম্পর্ক গোটা মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট বলেন, ‘কিছু শক্তির বিরোধিতা সত্ত্বেও’ আমাদের সম্পর্ক একটি ভালো অবস্থানে পৌঁছেছে এবং পশ্চিমা এশিয়ার এ ধরনের সম্পর্কের ভীষণ প্রয়োজন।

মোখবের বলেন, দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে হলে ইরান ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়াতে, বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে এবং পারস্পরিরক প্রয়োজন মেটানোর চেষ্টা করতে হবে। তিনি সৌদি যুবরাজকে এই বলে আশ্বস্ত করেন যে, প্রেসিডেন্ট রায়িসির শাহাদাত সত্ত্বেও ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বরং তেহরান রিয়াদের সঙ্গে আগের মতো সম্পর্ক শক্তিশালী করার প্রক্রিয়া চালিয়ে যাবে। প্রেসিডেন্ট রায়িসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর উদ্বেগ প্রকাশ করে বার্তা পাঠানোয় অন্তবর্তী প্রেসিডেন্ট মোখবের সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।

ফোনালাপে মোহাম্মাদ বিন সালমান বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে ইরান ও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং দু’দেশের ঘনিষ্ঠ সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। তিনি তেহরানের সঙ্গে রিয়াদের অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রায়িসির প্রাণ হারানোর ঘটনাকে সৌদি আরবের জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন সৌদি যুবরাজ।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ