নেদারল্যান্ডে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/world-i128664-নেদারল্যান্ডে_কুরআন_অবমাননার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বের শত শত কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৪:৩৯ Asia/Dhaka
  • কুরআন অবমাননা করছে ইসলামবিদ্বেষী
    কুরআন অবমাননা করছে ইসলামবিদ্বেষী

নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে বিশ্বের শত শত কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতে এই ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (বুধবার) তেহরানে এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, ডাচ সরকারকে বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে ইসলামের এই পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা রোধ করার ব্যবস্থা নিতে হবে।

কানয়ানি বলেন, বাক স্বাধীনতার নামে অন্যান্য ইউরোপীয় দেশে যে নিন্দনীয় ও অশোভন কাজ চলছে নেদারল্যান্ড যেন সেই একই পথ অনুসরণ না করে।

ইউরোপের ইসলাম-বিদ্বেষী গোষ্ঠী ‘পেগিডা’র ডাচ রিংলিডার এডউয়িন ওয়াগেন্সভেল্ড নেদারল্যান্ডের রাজধানী হেগে পুলিশ প্রহরায় পবিত্র কুরআনের অবমাননা করার কয়েক দিন পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানালেন।

ওয়াগেন্সভেল্ড সম্প্রতি হেগের তুর্কি, পাকিস্তানি ও ইন্দোনেশিয়ার দূতাবাসগুলোর সামনে পবিত্র কুরআনের একটি কপির পৃষ্ঠা ছিড়ে ফেলে এবং ইসলাম ও মুসলমানদের অবমাননা করে বক্তব্য দেয়। এরপর তাকে এই জঘন্য অপকর্ম করার সময় নিরাপত্তা প্রদান করায় সে ডাচ পুলিশকে ধন্যবাদ জানায়।

এর আগে সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি নেদারল্যান্ডে পবিত্র কুরআন অবমাননারা নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ধরনের উস্কানিমূলক ও ইসলাম-বিদ্বেষী তৎপরতার পুনরাবৃত্তি রোধ করতেও ডাচ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি। #

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।