দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন: রিপোর্ট
(last modified Sat, 07 Oct 2023 04:19:44 GMT )
অক্টোবর ০৭, ২০২৩ ১০:১৯ Asia/Dhaka
  • দিল্লির সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে ওয়াশিংটন: রিপোর্ট

ভারতের সঙ্গে আমেরিকা যোগাযোগ কমিয়ে দিতে পারে বলে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আভাস দিয়েছেন। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে রুশ নিউজ চ্যানেল আরটি এ খবর জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম পলিটিকো জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে তার সহকর্মীদের বলেছেন, ওয়াশিংটন নয়াদিল্লির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে পারে এবং সে ঘটনা ‘নিকট ভবিষ্যতেই’ ঘটবে।

ভারতীয় রাষ্ট্রদূত আভাস দিয়েছেন, কানাডার সঙ্গে ভারত সরকারের যে কূটনৈতিক টানাপড়েন চলছে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে তার প্রভাব পড়বে।

গত জুন মাসে কানাডার সারিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ৪৫ বছর বয়সি কানাডীয় নাগরিক হরদিপ সিং নিজ্জর আততায়ীর গুলিতে নিহত হন। কানাডা সরকার দাবি করেছে, ভারত সরকার তার এজেন্টদের মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অটোয়ার এ অভিযোগের প্রতিক্রিয়ায় ভারত সরকার নয়াদিল্লিতে নিযুক্ত ৬২ জন কানাডীয় কূটনীতিক টিমের ৪১ জনকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত গারসেটির বরাত দিয়ে পলিটিকো যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে নয়াদিল্লির মার্কিন দূতাবাস। দূতাবাসের একজন মুখপাত্রের কাছে ওই রিপোর্টের সত্যতা জানতে চাওয়া হলে তিনি বলেন, “মার্কিন দূতাবাস এ ধরনের রিপোর্ট অস্বীকার করছে। রাষ্ট্রদূত গারসেটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার গভীর সম্পর্ককে আরো জোরদার করার জন্য নিরসল কাজ করে যাচ্ছেন।”

এমন সময় ওই মুখপাত্র একথা বললেন যখন হোয়াইট হাউজ গত মঙ্গলবার বলেছিল, নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার যে অভিযোগ কানাডা করেছে তা ‘গুরুতর’ এবং তা খতিয়ে দেখা দরকার। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিশ্চয়তা দিয়েছেন যে, দিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আগের মতোই শক্তিশালী থাকবে। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক এখন সর্বকালের সর্বচূড়ায় অবস্থান করছে।’#

পার্সটুডে/এমএমআই/জিএআর/৭