নেতানিয়াহুর দিন শেষ, বিশ্বাস করেন জো বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i130200-নেতানিয়াহুর_দিন_শেষ_বিশ্বাস_করেন_জো_বাইডেন
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার দিন শেষ হওয়ার কাছাকাছি বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে আমেরিকার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যেসব কারণে নেতানিয়াহুর ক্ষমতা শেষ হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক অভিযান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০২, ২০২৩ ১৫:৩২ Asia/Dhaka
  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার দিন শেষ হওয়ার কাছাকাছি বলে বিশ্বাস করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে আমেরিকার কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যেসব কারণে নেতানিয়াহুর ক্ষমতা শেষ হতে পারে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাম্প্রতিক অভিযান।

আমেরিকার দুইজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম পলিটিকো গতকাল (বুধবার) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে বলেছে, বিষয়টি হোয়াইট হাউজের সাম্প্রতিক বৈঠকে আলোচনা হয়েছে যেখানে প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বাইডেন বলেছেন, যা ঘটছে তা থেকে নেতানিয়াহুর উত্তরাধিকারের শিক্ষা নেয়া উচিত। এ কথার মধ্যদিয়ে পরিষ্কার হয় যে, নেতানিয়াহু বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

পলিটিকো বলছে, মার্কিন বর্তমান প্রশাসন এবং সাবেক সরকারের কয়েকজন কর্মকর্তা দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে, নেতানিয়াহু সরকারের হাতে খুব কম সময় আছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলের ভেতরে যে সমস্ত ঘটনা ঘটেছে তার দায়ভার চূড়ান্ত বিচারে প্রধানমন্ত্রীর দপ্তরের এবং এ সমস্ত ঘটনায় নেতানিয়াহুর অবস্থান দারুণভাবে দুর্বল হয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।