শান্তি আলোচনা সম্ভব করার জন্য জেলেনস্কি ক্ষমতাচ্যুত হতে পারেন
(last modified Mon, 13 Nov 2023 09:17:12 GMT )
নভেম্বর ১৩, ২০২৩ ১৫:১৭ Asia/Dhaka
  • শান্তি আলোচনা সম্ভব করার জন্য জেলেনস্কি ক্ষমতাচ্যুত হতে পারেন

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সম্ভব করে তোলার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষমতাচ্যুত হতে পারেন। ইউক্রেনের সাবেক দুই প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেগ সসকিন একথা বলেছেন।

চলমান যুদ্ধের মধ্যে জেলেনস্কি মার্কিন মদদে প্রথম দিক থেকেই রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনায় বসতে চান না। তিনি বলে আসছেন, যুদ্ধের ময়দানেই বিজয় অর্জন করা হবে। তিনি রাশিয়ার সাথে কোনো শান্তি আলোচনায় বসতে রাজি নন। 

সসকিন তার ইউটিউব চ্যানেলে বলেন, জেলেনস্কির এই শক্ত অবস্থান রাশিয়া ও পশ্চিমা কিছু সমর্থক দেশকে এই কথা ভাবতে বাধ্য করছে যে, জেলেনস্কির জায়গায় অন্য কারো প্রতিনিধিত্ব করা দরকার যিনি অন্তত সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হবেন। সসকিন বলন, এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে সরিয়ে দেয়া উচিত।

সসকিন আরো বলেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার ধারণাটি কেবল রাশিয়াতে নয়, পশ্চিমেও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অনেক আগে এমন ধারণা প্রকাশ করেছেন।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ১৩

ট্যাগ