‘ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই ইউক্রেন নীতি পুনর্বিবেচনা করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i131198-ইউরোপীয়_ইউনিয়নকে_অবশ্যই_ইউক্রেন_নীতি_পুনর্বিবেচনা_করতে_হবে’
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই নিজের নীতি পুনর্বিবেচনা করতে হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, ইউরোপীয় জোটের নেতাদের নিশ্চিত করতে হবে যে, মার্কিন সমর্থন ছাড়া তাদের উদ্দেশ্য "বাস্তবিকপক্ষে অর্জনযোগ্য"। তা না করতে পারলে তিনি ইউক্রেনকে সহযোগিতা দেয়ার বিরোধিতা করবেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২৩ ১৯:২৬ Asia/Dhaka
  • ‘ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই ইউক্রেন নীতি পুনর্বিবেচনা করতে হবে’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই নিজের নীতি পুনর্বিবেচনা করতে হবে। তিনি পরিষ্কার করে বলেছেন, ইউরোপীয় জোটের নেতাদের নিশ্চিত করতে হবে যে, মার্কিন সমর্থন ছাড়া তাদের উদ্দেশ্য "বাস্তবিকপক্ষে অর্জনযোগ্য"। তা না করতে পারলে তিনি ইউক্রেনকে সহযোগিতা দেয়ার বিরোধিতা করবেন। 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলকে লেখা এক চিঠিতে ভিক্টর অরবান এই হুমকি দেন। তিনি বলেন, কৌশলগত আলোচনা না হওয়া পর্যন্ত ইউক্রেনকে নতুন করে সহযোগিতা দেয়া, কিয়েভকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা অথবা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা- কোনো ব্যাপারেই আলোচনা করা হবে না। 

মার্কিন ম্যাগাজিন পলিটিকো গতকাল (বুধবার) এই খবর দিয়েছে। ম্যাগাজিনটির তথ্য অনুসারে- আগামী মাসে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে তাতেই ইউক্রেন নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভিক্টর অরবান। 

চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, "ইউরোপীয় কাউন্সিলের উচিত বিভিন্ন সহায়তা কর্মসূচিসহ ইউক্রেন নিয়ে আমাদের বর্তমান নীতির বাস্তবায়ন এবং কার্যকারিতা পুনর্মূল্যায়ন করা। এ নিয়ে ইউরোপীয় কাউন্সিলে খোলামেলা আলোচনা হওয়া দরকার।#

পার্সটুডে/এসআইবি/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।