তেল আবিবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল মাদ্রিদ, জবাব দেয়ার অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/world-i131284-তেল_আবিবের_বিরুদ্ধে_তীব্র_ক্ষোভ_প্রকাশ_করল_মাদ্রিদ_জবাব_দেয়ার_অঙ্গীকার
সন্ত্রাসবাদের প্রতি স্পেন সমর্থন দিচ্ছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। ইসরাইলের অভিযোগকে তিনি ‘মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন এই অভিযোগ অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে জবাব দেয়া হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • স্পেনের পররাষ্ট্রমন্ত্রী
    স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদের প্রতি স্পেন সমর্থন দিচ্ছে বলে ইহুদিবাদী ইসরাইল যে অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ। ইসরাইলের অভিযোগকে তিনি ‘মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন এই অভিযোগ অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে জবাব দেয়া হবে।

গতকাল (শুক্রবার) গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু যৌথ সংবাদ সম্মেলনে গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন। নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য তারা ইসরাইলের নিন্দা করেন। সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গাজায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

এরপর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করেন। পাশাপাশি এই দুই দেশের রাষ্ট্রদূতকে তেল আবিবে তলব করে কঠিন ভাষায় গালমন্দ করা হয়।

ইসরাইলের এই পদক্ষেপের পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের অভিযোগকে মিথ্যা এবং বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, স্পেন এ মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় বহুসংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলের হাতে নিহত হতে দেখা গেছে। তিনি বলেন, ইসরাইল আত্মরক্ষার যে দাবি করছে তা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সংগতিপূর্ণ হতে হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।