ইউক্রেনের ২ মিগ-২৯ জঙ্গিবিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i131306-ইউক্রেনের_২_মিগ_২৯_জঙ্গিবিমান_ভূপাতিত_করেছে_রাশিয়ার_সামরিক_বাহিনী
রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করেছে। ২৪ ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পায়। রাশিয়ার সামরিক বাহিনী গতকাল (শনিবার) রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে। একই সময়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৬, ২০২৩ ১৪:২৫ Asia/Dhaka
  •  ইউক্রেনের ২ মিগ-২৯ জঙ্গিবিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী

রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করেছে। ২৪ ঘন্টার মধ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এই সফলতা পায়। রাশিয়ার সামরিক বাহিনী গতকাল (শনিবার) রাজধানী মস্কোয় নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে। একই সময়ে রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় জঙ্গিবিমান দুটিকে ভূপাতিত করা হয়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনী সোভিয়েত আমলে তৈরি পি-১৮ হাই ফ্রিকোয়েন্সি রাডার সিস্টেম ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসব রাডার আকাশের উড়ন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করতে ব্যবহার করা হতো।

এর বাইরে রাশিয়ার সেনারা ইউক্রেনের দুটি গোলাবারুদের ডিপো দখল করে নিয়েছে। এ দুটি ডিপোতে বিপুল পরিমাণে গোলাবারুদ মজুদ ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর শক্তি সমর্থ্য শেষ করে দেয়ার চেষ্টা করছে। বিমান বাহিনীর সাথে বর্তমানে সোভিয়েত আমলে তৈরি এসইউ-২৭, মিগ-২৯ এবং এসইউ ২৪ ফ্রন্টলাইন বোম্বার রয়েছে বলে মনে করা হয়। তবে বেশ কিছু সংখ্যক এসইউ-২৫ ক্লোজ এয়ার সাপোর্ট বিমান রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন