‘মার্কিন বন্দীদেরকে হামাস সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না’
https://parstoday.ir/bn/news/world-i131450-মার্কিন_বন্দীদেরকে_হামাস_সুবিধা_আদায়ের_হাতিয়ার_হিসেবে_ব্যবহার_করছে_না’
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল থেকে বন্দী করা মার্কিন নাগরিকদের বিশেষ কোনো সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৯, ২০২৩ ১৯:৩২ Asia/Dhaka
  • ‘মার্কিন বন্দীদেরকে হামাস সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না’

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইল থেকে বন্দী করা মার্কিন নাগরিকদের বিশেষ কোনো সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে না। একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি।

গতকাল (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে তার কাছে সাংবাদিকরা জানতে চান, মার্কিন বন্দীদের সঙ্গে হামাস কী ধরনের আচরণ করছে। জবাবে তিনি বলেন, “এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ দেখা যায়নি যার কারণে বলা যাবে যে, ফিলিস্তিনের এই সংগঠনটি আটক মার্কিন নাগরিকদের নিয়ে কোনো ধরনের গেম খেলার চেষ্টা করছে।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “হামাসের হাতে আটক মার্কিন নাগরিকদের সংখ্যা খুব বেশি  নয় তবে এ মুহূর্তে নারী এবং শিশুদের মুক্ত করার বিষয়েই আলোচনা চলছে।”

জন কারবি বলেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যা থেকে বলা যাবে যে, হামাস আমেরিকার নাগরিকদের হাতে রেখে কোনো ধরনের সুবিধা দায়ের চেষ্টা করছে। তিনি আরো বলেন, এই মুহূর্ত হয়ত হামাস আটক সব মার্কিন নাগরিক থেকে মুক্তি দিতে প্রস্তুত নয় এবং এটাও হয়তো ঠিক যে, সব মার্কিন নাগরিক একই জায়গায় নেই।

বর্তমানে গাজায় ছয় দিনের যুদ্ধ বিরতি চলছে। এই যুদ্ধ বিরতির অংশ হিসেবে হামাস এ পর্যন্ত ৮১ জনকে মুক্তি দিয়েছে। অন্যদিকে, ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ১৮০ জন ফিলিস্তিনি।#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।