নভেম্বর ৩০, ২০২৩ ১৩:১৪ Asia/Dhaka
  • ‘শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন হত্যার পরিকল্পনা ব্যর্থ করা হয়েছে’

আমেরিকা বলেছে, নিউইয়র্কে আমেরিকান-কানাডিয়ান নাগরিক ও শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন হত্যার ভারতীয় চক্রান্ত ব্যর্থ করা হয়েছে। উত্তর ভারতে শিখদের জন্য স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে কাজ করতেন গুরপাতওয়ান্ত সিং।

শিখ সম্প্রদায়ের এই নেতাকে হত্যা পরিকল্পনায় জড়িত থাকার বিষয়ে নিখিল গুপ্ত নামে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল (বুধবার) নিউ ইয়র্কের ম্যানহাটানে ফেডারেল শীর্ষ প্রসিকিউটর ড্যামিয়েন উইলিয়াম বলেছেন, নিউ ইয়র্ক সিটিতে ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে হত্যার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হয়েছে। হত্যার টার্গেট যিনি, তিনি প্রকাশ্যে ভারতে শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছেন। 

মার্কিন প্রসিকিউশন থেকে তার নাম প্রকাশ করা না হলেও কর্মকর্তারা বলছেন, ওই শিখ নেতার নাম হলো গুরপাতওয়ান্ত সিং পান্নুন। মার্কিন কর্মকর্তারা বলছেন, আমেরিকার মাটিতে এই শিখ নেতাকে হত্যা পরিকল্পনায় সরাসরি জড়িত ভারত সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী। নিখিল গুপ্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

গত জুন মাসে কানাডায় শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ ওঠে। তা নিয়ে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে মারাত্মক সংকট সৃষ্টি হয়। এবার আমেরিকায় এ ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারো কানাডায় নিজার হত্যার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। আমেরিকায় শিখ নেতা হত্যা চক্রান্তের বিষয়টিকে আমেরিকা ভালো চোখে দেখছে না। এ নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বড় রকমের টানাপড়েন সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ