শক্তি প্রদর্শন করতে জিব্রাল্টারে পরমাণু ডুবোজাহাজ পাঠাল ব্রিটেন
-
ব্রিটিশ পরমাণু ডুবোজাহাজ এইচএমএস অ্যামবুশ
ব্রিটেন জিব্রাল্টার অঞ্চলে পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে। স্পেনের সঙ্গে ব্রিটেনের দীর্ঘদিনের ভূখণ্ড বিবাদ রয়েছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর তা আরো তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে সেখানে পরমাণু ডুবোজাহাজ পাঠানো হলো।
শনিবার জিব্রাল্টারে নোঙ্গর করে ব্রিটিশ ডুবোজাহাজ এইচএমএস অ্যামবুশ। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এ ভূখণ্ডের ওপর নিজ দেশের সার্বভৌমত্ব দাবি করার একদিন পরই এটি সেখানে নোঙ্গর করল। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিব্রাল্টার নিয়ে তার দেশ নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে। দীর্ঘদিন এ রকম সম্ভাবনা দেখা যায় নি বলেও জানান তিনি।

এদিকে ব্রিটিশ নৌবাহিনী দাবি করেছে, অনেক আগেই সেখানে পরমাণু ডুবোজাহাজ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। অবশ্য এরিমধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ইইউ ত্যাগের পর ওই অঞ্চলকে রক্ষা করা ব্রিটেনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। জিব্রাল্টারের আয়তন ৬.৭ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩০ হাজার। ১৭১৩ সালে একটি চুক্তির আওতায় জিব্রাল্টারকে অধিগ্রহণ করেছিল ব্রিটেন। কিন্তু গত কয়েক দশক ধরে এ ভূখণ্ড ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে স্পেন।#
পার্সটুডে/মূসা রেজা/২৭