মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন নেতানিয়াহু: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i131742-মধ্যপ্রাচ্যের_ভবিষ্যৎ_নিয়ে_জুয়া_খেলছেন_নেতানিয়াহু_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (মঙ্গলবার) পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৩:৩২ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন নেতানিয়াহু: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (মঙ্গলবার) পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

বৈঠকে এরদোগান জোর দিয়ে বলেন, ইসরাইল গাজায় যে যুদ্ধপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করছে তা বিনা জবাবে পার পাবে না।

পিজিসিসি’র বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান বলেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করাই হচ্ছে তার দেশের সামনে এই মুহূর্তের অগ্রাধিকার। এর পাশাপাশি গাজা উপত্যকায় যাতে কোন রকমের বাধাবিঘ্ন ছাড়া মানবিক ত্রাণ পাঠানো যায় তার নিশ্চিত করতে চান তিনি।

এর আগেও তুর্কি প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় যে যুদ্ধাপরাধ করেছে তার জন্য তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রেসিডেন্ট এরদোগান গত শনিবার নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে আখ্যায়িত করেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলে ঘোষণা দেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।