ইরানের সাথে সমস্যা সমাধানে আফগানিস্তানের বাস্তব পদক্ষেপ নেয়া দরকার
https://parstoday.ir/bn/news/world-i132556-ইরানের_সাথে_সমস্যা_সমাধানে_আফগানিস্তানের_বাস্তব_পদক্ষেপ_নেয়া_দরকার
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে আফগানিস্তানের যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাবুলের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেয়া দরকার। এ সময় তিনি বিশেষভাবে সীমান্ত নিরাপত্তা এবং পানির অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২৩ ২১:২৮ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে আফগানিস্তানের যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের জন্য কাবুলের পক্ষ থেকে বাস্তব পদক্ষেপ নেয়া দরকার। এ সময় তিনি বিশেষভাবে সীমান্ত নিরাপত্তা এবং পানির অংশীদারিত্বের বিষয়টি উল্লেখ করেন।

গতকাল (রোববার) রাজধানী তেহরানে আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে তেহরান এবং কাবুলের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আশা করেন, দুই দেশের মধ্যে বর্তমানে যেসব সমস্ত সমস্যা রয়েছে তা নিরসনের ক্ষেত্রে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার সহযোগিতা করবে।

গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং মুসলিম বিশ্বের করণীয় নিয়ে সম্প্রতি তেহরানে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে আফগানিস্তানের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন আমির আব্দুল্লাহিয়ান।

আফগান মন্ত্রী তেহরান সম্মেলনের প্রশংসা করে বলেন, এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন জাতিসংঘ এবং বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলো গাজায় ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের ব্যাপারে নিশ্চুপ ছিল। ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি ইরানের নীতিগত অবস্থানের তিনি বিশেষ প্রশংসা করেন। এছাড়া তেহরানের সাথে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, বিচার এবং কাউন্সিলর সহযোগিতা নিয়ে সম্পর্ক বাড়ানোর আহ্বান জানান আমির খান মুত্তাকি।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।