মার্কিন গণমাধ্যম এক্সিওসের খবর
আইসিসি’র মামলা নস্যাৎ করতে ইসরাইলের চাপ সৃষ্টির তৎপরতা শুরু
হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে দক্ষিণ আফ্রিকা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে মামলা দায়ের করেছে তা নস্যাৎ করার জন্য চাপ সৃষ্টির তৎপরতা শুরু করেছে তেল আবিব। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তাকে বাকি সব দেশ ‘উদ্ভট এবং ভিত্তিহীন’ বলে মনে করুক।
এই লক্ষ্য অর্জনের জন্য বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে এরইমধ্যে নির্দেশ দিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রত্যেক রাষ্ট্রদূতকে স্বাগতিক দেশের সরকারের কাছে ইসরাইলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এটা নিশ্চিত করতে বলা হয়েছে যে, সেই সব দেশের সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলকেই সমর্থন দেবে।
গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা আইসিসি-তে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেছে। ৮৪ পৃষ্ঠার আরজিতে বলা হয়েছে, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর একটি বিরাট অংশকে হত্যা করার উদ্দেশ্যে ইসরাইল চলমান আগ্রাসন অব্যাহত রেখেছে যা যুদ্ধাপরাধ বলে সাব্যস্ত হয়। দক্ষিণ আফ্রিকার চাইছে হেগের আন্তর্জাতিক আদালত ইসরাইলের চলমান আগ্রাসনের ওপর নিষেধাজ্ঞা জারি করুক।
ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত যা যায় ২২ হাজার ৬০০ মানুষ শহীদ হয়েছে যার শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।