মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে: ইরাকি প্রতিরোধ আন্দোলন
(last modified Mon, 29 Jan 2024 03:51:36 GMT )
জানুয়ারি ২৯, ২০২৪ ০৯:৫১ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে: ইরাকি প্রতিরোধ আন্দোলন

ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে সেদেশের একটি প্রতিরোধ আন্দোলন। হরকত হিজবুল্লাহ আন-নুজাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন।

তিনি এমন সময় এ হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না।

ওই প্রতিরোধ কমান্ডার আরো বলেন, “সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং মার্কিন সেনা সরিয়ে নেয়ার গতি ত্বরান্বিত করতে তাদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে।”

গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে। রোববার জর্দানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত তিন সেনা নিহত ও অপর ৩৪ জন আহত হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৯

ট্যাগ