জানুয়ারি ৩১, ২০২৪ ১৫:১৫ Asia/Dhaka
  • জর্দান হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সম্প্রতি জর্দান-সিরিয়া সীমান্তের টাওয়ার-২২ ঘাঁটিতে যে হামলা হয়েছে তার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে তিনি দাবি করেছেন- মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ঘটাতে চান না তিনি।

গত সপ্তাহে জর্দান সীমান্তবর্তী ঘাঁটিতে প্রতিরোধকামী যোদ্ধাদের হামলায় আমেরিকার তিন সেনা নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।

গতকাল ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে হোয়াইট হাউজ ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবের প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে যুদ্ধের বিস্তৃতি চান না। তিনি বলেন, “আমি মনে করি, আমাদের বড় কোনো যুদ্ধের প্রয়োজন নেই এবং আমি যা চাইছি সেটা যুদ্ধ নয়।” তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট বাইডেন।

জর্দান সীমান্তবর্তী সামরিক ঘাঁটিতে হামলার জন্য প্রেসিডেন্ট বাইডেন ও আমেরিকার অন্য কর্মকর্তারা ইরানকে দোষারোপ করেছেন। এ ব্যাপারে গতকাল বাইডেন বলেন, “আমি এইজন্য ইরানকে দায়ী করছি যে, তারা হামলাকারীদেরকে অস্ত্র সরবরাহ করছে।”

এর আগে ইরানের পক্ষ থেকে মার্কিন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া, সোমবার জাতিসংঘে ইরানি মিশন থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর যে হামলা হয়েছে তার সাথে তেহরানের কোনো সম্পর্ক নেই। এটি নিতান্তই আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যকার সংঘাত।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ