কারাগারে বসে জনগণের উদ্দেশে ‘বিজয়ী ভাষণ’ দিলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i134314-কারাগারে_বসে_জনগণের_উদ্দেশে_বিজয়ী_ভাষণ’_দিলেন_ইমরান_খান
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনগণের উদ্দেশে ‘বিজয়ী ভাষণ’ দিয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাতে ইমরানের অফিসিয়ার এক্স একাউন্টে ওই ভাষণ পোস্ট করা হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৯:৪৯ Asia/Dhaka

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনগণের উদ্দেশে ‘বিজয়ী ভাষণ’ দিয়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাতে ইমরানের অফিসিয়ার এক্স একাউন্টে ওই ভাষণ পোস্ট করা হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই অডিও বার্তায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান খানের টেলিভিশন ভাষণের ক্লিপের পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনের ফুটেজ জুড়ে দেয়া হয়।  

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান জনগণকে উদ্দেশ করে বলেন, “২০২৪ নির্বাচনে বিজয়ের জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই যে ভোট দিতে আসবেন সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম এবং ভোট কেন্দ্রগুলোতে আপনাদের বিপুল উপস্থিতি সবাইকে হতবাক করে দিয়েছে।” বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পাকিস্তানি জাতি নজিরবিহীন লড়াই করেছে উল্লেখ করে এই লড়াইয়ের মাধ্যমে পিটিআই-এর নিরঙ্কুশ জয় হয়েছে বলে ইমরান খান দাবি করেন। 

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়ে ইমরান বলেছেন, তাকে রাজনৈতিক কারণে জেলে পুরে দেয়া হয়েছে। ইমরান খান যে শুধু কারাবন্দি রয়েছেন তাই নয় তার দল পিটিআইকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করেছে আদালত। ফলে পিটিআই’র প্রার্থীরা দলীয়ভাবে না দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এদিকে সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ২৪১ আসনের ফল ঘোষণা করা হয়েছে। পাক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০৬টি আসন। এদের মধ্যে ৯৭ জন প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত পিটিআই দলের প্রার্থী। আর নওয়াজ শরিফের পিএমএন-এল পেয়েছে ৭২টি আসন।

অপরদিকে, বিলাওয়াল ভূট্টোর পিপিপি পেয়েছে ৫৩টি আসন ও এমকিউএম দল পেয়েছে ১৬টি আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ১০টি আসন। এখন পর্যন্ত ২৪টি আসনের ফল ঘোষণা বাকি।

এর আগে ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিজয়ী ভাষণে তিনি স্বতন্ত্র প্রার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি বিলওয়াল ভুট্টোর সঙ্গে জোট সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১০