মার্চ ০২, ২০২৪ ১৯:৩১ Asia/Dhaka
  •  ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা ফাঁসের তথ্য সঠিক

রাশিয়ার ক্রিমিয়া ব্রিজে হামলার ব্যাপারে জার্মানির বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার যে অডিও ফাঁস হয়েছে তা সঠিক বলে মন্তব্য করেছে জার্মানির গণমাধ্যম।

দি ওয়েল্ট পত্রিকা কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল (শুক্রবার) লিখেছে, “বিষয়টি রাষ্ট্রীয় গোপন তথ্য তবে তা সঠিক।” জার্মানির বিখ্যাত ম্যাগাজিন দার স্পাইগেলও একই কথা লিখেছে। তবে জার্মান পত্র-পত্রিকায় এই খবর প্রকাশ হলেও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি।

জার্মানির গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার পরিকল্পনা সম্পর্কে ফাঁস করা অডিও নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে তারা সংক্ষিপ্ত এক বিবৃতিতে স্বীকার করেছে যে, বিমান বাহিনীর কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা তারা তা পরীক্ষা করে দেখছেন।  

গতকাল রাশিয়া টুডে’র প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান জার্মান বিমান বাহিনীর প্রধান জেনারেল ইঙ্গো গেরহার্টজ ও সিনিয়র চার কর্মকর্তার মধ্যে আলাপের একটি প্রতিলিপি এবং অডিও রেকর্ড প্রকাশ করেন। তিনি রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে ফাইলটি হাতে পেয়েছেন বলে জানান।

গত ১৯ ফেব্রুয়ারি রেকর্ড করা ৩৮ মিনিটের অডিও রেকর্ডে জার্মান অফিসাররা দূরপাল্লার টরেস ক্ষেপণাস্ত্রের সাহায্যে ক্রিমিয়া ব্রিজে হামলার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনেক বিতর্ক শেষে জার্মানি এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠানোর বিষয়ে একমত হয়েছে। জার্মান কর্মকর্তারা ফাঁস হওয়া অডিওতে বলেন, তারা ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করে নিজেরা সরাসরি ক্রিমিয়া ব্রিজে হামলায় জড়িত হবেন না। এর মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত না হওয়ার রেড লাইন মেনে চলা সম্ভব হবে।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ