‘ইউক্রেনে কেউ সেনা পাঠাতে চায় না, এই আলোচনা বন্ধ হওয়া দরকার’
https://parstoday.ir/bn/news/world-i135400-ইউক্রেনে_কেউ_সেনা_পাঠাতে_চায়_না_এই_আলোচনা_বন্ধ_হওয়া_দরকার’
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউক্রেনের মাটিতে ন্যাটো সেনা মোতায়েন বিষয়ক আলোচনা শেষ হওয়া উচিত কারণ প্রকৃতপক্ষে ইউক্রেনে কেউ সেনা পাঠাতে চায় না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৯, ২০২৪ ২০:১৪ Asia/Dhaka
  • ইউক্রেনে সেনা পাঠাতে চায় না জার্মানি
    ইউক্রেনে সেনা পাঠাতে চায় না জার্মানি

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, ইউক্রেনের মাটিতে ন্যাটো সেনা মোতায়েন বিষয়ক আলোচনা শেষ হওয়া উচিত কারণ প্রকৃতপক্ষে ইউক্রেনে কেউ সেনা পাঠাতে চায় না।

আর্কটিক অঞ্চলে অনুষ্ঠানরত মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর যুদ্ধমহড়া দেখতে গিয়ে গতকাল ফিনল্যান্ডে জার্মান পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এই মহড়ায় জার্মান সামরিক বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছে। ফিনল্যান্ড সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তি হাকানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

বরিস পিস্টোরিয়াস বলেন, “আসলে কোনো দেশই ইউক্রেনে সেনা পাঠাতে চায় না।” জার্মানি ইউক্রেনের কাছে দূরপাল্লার টরেস ক্ষেপণাস্ত্র পাঠাবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এটি এখনো বহু দূরের বিষয়।”

সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেনের মাটিতে ন্যাটো সেনা মোতায়েনসহ কোনো বিকল্পই উড়িয়ে দেয়া যাচ্ছে না। সে সময় তিনি আরো বলেন, রাশিয়াকে কোনমতেই বিজয়ী হতে দেয়া যাবে না।

বালটিক অঞ্চলের দুটি দেশ ম্যাক্রনের এ বক্তব্যকে সমর্থন করলেও ন্যাটো জোটের বেশিরভাগ সদস্য প্রকাশ্যে বিরোধিতা করেছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।