ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে
(last modified Fri, 15 Mar 2024 08:24:51 GMT )
মার্চ ১৫, ২০২৪ ১৪:২৪ Asia/Dhaka
  • ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে অভিযান ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হবে

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। এর পাশাপাশি ইয়েমেনি যোদ্ধারা ভারত মহাসাগর থেকে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড পর্যন্ত ইসরাইল-বিরোধী অভিযান বিস্তৃত করবে।

গতকাল (বৃহস্পতিবার) এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল-হুথি একথা ঘোষণা করেন। তিনি জানান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল-বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৩৪ জন হুথি যোদ্ধা শহীদ হয়েছেন। তিনি আরো জানান, এডেন উপসাগর ও লোহিত সাগরে ইয়েমেনের অভিযানে এ পর্যন্ত ৭৩টি জাহাজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে বিভিন্ন জাহাজ ও বার্জকে লক্ষ্য করে ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে যাতে ৫৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়।

হুথি প্রধান বলেন, “আল্লাহর রহমতে আমাদের অভিযানের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে গেছে এবং এরই মধ্যে ভারত মহাসাগরে তিনটি অভিযান পরিচালনা করা হয়েছে।” আব্দুল মালিক আল-হুথি সুস্পষ্ট ঘোষণা দেন যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান চলবে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।