২২৪ জনকে জীবিত উদ্ধার
লিবিয়া থেকে যাওয়া ডিঙ্গি নৌকা ভূমধ্যসাগরে ভেঙে ৬০ জনের প্রাণহানি
লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে একটি যন্ত্রচালিত রাবারে ডিঙি নৌকা ভেঙে কমপক্ষে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। ওই নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া কয়েক ব্যক্তির বরাত দিয়ে ফ্রান্সের মানবিক সহায়তা সংস্থা এসওএস মেডিটেরেনি এ তথ্য জানিয়েছে।
এসওএস মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশেন ভাইকিং ভূমধ্যসাগরে ভাসমান বিভিন্ন নৌকা থেকে ২২৪ জনকে উদ্ধার করেছে। উদ্ধার করা লোকজনকে নিয়ে পরে জাহাজটি ইতালির বন্দরের দিকে চলে যায়। দুইজনকে অজ্ঞান অবস্থায় হেলিকপ্টারে করে সিসিলি দ্বীপের হাসপাতালে নেয়া হয়েছে।
ওশেন ভাইকিংয়ে থাকা লোকজনের মধ্যে ২৫ জন উদ্ধার হয়েছেন লিবিয়ার জাউয়িয়া থেকে ছেড়ে আসা নৌকা থেকে। ৮ মার্চ নৌকাটি লিবিয়া থেকে রওনা করেছিল। এর তিন দিন পরই নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এসওএস মেডিটেরেনি বলছে, কয়েক দিন ধরে তারা খাবার ও পানি কিছুই পাননি। যাদের প্রাণহানির কথা বলা হচ্ছে, তারা কীভাবে মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বার্তা সংস্থা এএফপি-ও তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত করতে পারেনি।
এসওএস মেডিটেরেনিকে ইতালির পূর্ব উপকূলে আনকোনায় যেতে বলা হয়েছে। এসওএস মেডিটেরেনি বলছে, তাদের বর্তমান অবস্থান থেকে জায়গাটির দূরত্ব এক হাজার ৪৫০ কিলোমিটার। কাছাকাছি কোনো জায়গায় জাহাজটি ভেড়ানোর অনুমতি দিতে ইতালি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে এসওএস।#
পার্সটুডে/এসআইবি/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।