মার্চ ১৯, ২০২৪ ১৮:৫৪ Asia/Dhaka
  • রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

মিয়ানমারের রাখাইন প্রদেশের মিনবিয়া শহরসহ বেশ কিছু এলাকায় দেশটির সামরিক বিমান হামলায় বহু রোহিঙ্গা মুসলমানের হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান জাতিসংঘের একজন মুখপাত্র।

বিবৃতিতে অ্যান্তোনিও গুতেরেস বলেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি শুধুবাস্তুচ্যুতি ঘটাচ্ছে। সেই সঙ্গে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উসকানি ঠেকাতে সবপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

গতকাল (সোমবার) মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থার দারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে অন্তত ২৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু।

রাখাইনের মিনবিয়া শহরটি এমন একটি স্থান যেখানে একাধারে বিমান হামলা হচ্ছে।  মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের সময় সামরিক জান্তার সশস্ত্র শাখা ‘তাতমাদো’ এবং আরাকান আর্মি’র মধ্যে এই শহরে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে এবং গত মাসে এটি আরাকানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/১৯

ট্যাগ