আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলেন এরদোগান, তুর্কি রাষ্ট্রদূতকে তলব
https://parstoday.ir/bn/news/world-i135980-আল্লাহর_কাছে_নেতানিয়াহুর_বিচার_চাইলেন_এরদোগান_তুর্কি_রাষ্ট্রদূতকে_তলব
ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ তেলআবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিককে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিককে তলব করলেন কাৎজ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৫, ২০২৪ ১৫:০৯ Asia/Dhaka
  • আল্লাহর কাছে নেতানিয়াহুর বিচার চাইলেন এরদোগান, তুর্কি রাষ্ট্রদূতকে তলব

ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ তেলআবিবে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী কূটনীতিককে তলব করেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে মারাত্মক তিরস্কার করার পর তুরস্কের কূটনীতিককে তলব করলেন কাৎজ।

গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তুর্কি ডেপুটি অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার জন্য ইসরাইলি কর্মকর্তাদের দিক-নির্দেশ দেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের জন্য আল্লাহর কাছে পাঠাবেন বলে হুমকি দেয়ার পর ইসরাইল তুরস্কের কূটনীতিক তলবের পদক্ষেপ নিল।

গত বৃহস্পতিবার এক নির্বাচনী জনসভায় এরদোগান বক্তৃতা রাখতে গিয়ে বলেন, “নেতানিয়াহু নামে এই ব্যক্তিকে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহর আরেক নাম হচ্ছে আল-কাহহার। তিনি তার বিচার করবেন; মহান আল্লাহ তাকে যেন ধ্বংস করে দেন।”

এরদোগানের এই বক্তব্যের পর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিবাদ করেন। এছাড়া, গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন দেয়ার জন্য তিনি উল্টো তুরস্ককে অভিযুক্ত করেন।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের বক্তব্যকে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বলে মন্তব্য করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫