মার্কিন কংগ্রেস প্রতিনিধির শয়তানি চিন্তাধারার ভিডিও ফাঁস/গাজায় হিরোশিমার পুনরাবৃত্তি
মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের প্রতিনিধি ‘টিম ওয়ালবার্গ’ অতি সম্প্রতি এক বৈঠকে প্রস্তাব দিয়েছেন, আমেরিকা যেমন জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরের জনগণের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল ঠিক সেরকমভাবে এখন গাজাবাসীর উপর একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা উচিত যাতে চলমান যুদ্ধের দ্রুত সমাপ্তি টানা যায়।
টিম ওয়ালবার্গের এই বক্তব্যের ভিডিও চিত্র প্রকাশ করে ইরানি সাংবাদিক ‘এলহাম আবেদিনি’ নিজের এক্স পেজে লিখেছেন:
“তার শেষ কথাটিই তার মনোবাসনা, আর সেটি হচ্ছে: যেকোনো উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমূলে ধ্বংস করে ফেলা। আর এই ভিডিওতে গাজা যুদ্ধ অবসানের জন্য মার্কিন কংগ্রেস প্রতিনিধি টিম ওয়ালবার্গ যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন সেটি এর আগে হিরোশিমা ও নাগাসাকিবাসীর ক্ষেত্রে অবলম্বন করা হয়েছিল। জ্বি! পারমাণবিক বোমা... দ্রুতগতির ফলদায়ক টনিক!”
সামাজিক নেটওয়ার্ক এক্স-এ এলহাম আবেদিনির পোস্টের ভিডিও বার্তা।
পার্সটুডে/এমএমআই/জিএআর/৩