ত্রাণ কর্মীদের হত্যার বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়া 'অপ্রতুল, অগ্রহণযোগ্য'
https://parstoday.ir/bn/news/world-i136308-ত্রাণ_কর্মীদের_হত্যার_বিষয়ে_ইসরাইলের_প্রতিক্রিয়া_'অপ্রতুল_অগ্রহণযোগ্য'
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বলেছেন, দখলদার সেনারা গাজা উপত্যকায় আন্তর্জাতিক যে সাহায্য কর্মীদের হত্যা করেছে সে ব্যাপারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতিক্রিয়া অপর্যাপ্ত এবং অগ্রহণযোগ্য।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২৪ ১৫:০৯ Asia/Dhaka
  • ত্রাণ কর্মীদের হত্যার বিষয়ে ইসরাইলের প্রতিক্রিয়া 'অপ্রতুল, অগ্রহণযোগ্য'

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বলেছেন, দখলদার সেনারা গাজা উপত্যকায় আন্তর্জাতিক যে সাহায্য কর্মীদের হত্যা করেছে সে ব্যাপারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতিক্রিয়া অপর্যাপ্ত এবং অগ্রহণযোগ্য।

গতকাল (বুধবার) কাতার সফরের সময় এ মন্তব্য করেন তিনি। সানচেজ বলেন, “দুঃখজনক এই হত্যাকাণ্ডের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে আরো পরিষ্কার ব্যাখ্যা চায় বিশ্ববাসী। এরপর আমরা দেখব এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া যায়।”

গত সোমবার ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গাজা উপত্যকায় আন্তর্জাতিক সাহায্য কর্মীদের একটি বহরের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এই বহরে ছিলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সদস্যরা। ইসরাইলি সেনাদের হামলায় ব্রিটেনের তিন নাগরিক, একজন অস্ট্রেলিয়, একজন পোলিশ এবং একজন আমেরিকান-ক্যানাডিয় দ্বৈত নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের সাথে একজন ফিলিস্তিনিও শহীদ হন।

হামলার পর আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরাইলের বিরুদ্ধে দ্রুত এই ঘটনা তদন্তের দাবি জানানো হয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তবে তিনি দাবি করেছেন ইসরাইলের সেনারা অনিচ্ছাকৃতভাবে এসব নাগরিক হত্যা করেছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের ভেতরে তারা নিহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৪