ইরানের বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i136360-ইরানের_বালুচিস্তান_প্রদেশের_সন্ত্রাসী_হামলার_তীব্র_নিন্দা_জানাল_পাকিস্তান
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ রাজধানী ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ নিন্দা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৪ ১৮:০৬ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ রাজধানী ইসলামাবাদে এক সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ নিন্দা জানিয়েছেন।

জেইশুল আদল নামক একটি উগ্র জঙ্গি গোষ্ঠী বৃহস্পতিবার সিস্তান-বালুচিস্তান প্রদেশের চবাহার ও রাস্ক শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একটি সদরদপ্তর ও একটি থানাসহ পাঁচটি স্থানে একযোগে হামলা চালায়। সিস্তান-বালুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দু’টি শহরে এই বাহিনীর দু’টি সদরদপ্তর দখল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। তবে সে হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে এবং এতে ইরানের নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য শহীদ হয়েছেন। সংঘর্ষে জয়েশুল আদলের ১৮ জঙ্গিও নিহত হয়েছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “আমরা ইরানে চালানো সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ইরানের জনগণ ও সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে মুমতাজ বালুচ বলেন, “প্রতিবেশী ইরানে যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।” সীমান্তবর্তী অঞ্চলের এ ধরনের হামলা রোধ করতে তেহরানের পক্ষ থেকে যেকোনো অনুরোধ জানানো হলে ইসলামাবাদ তা সক্রিয়ভাবে বিবেচনা করবে বলেও জানান পাকিস্তানের এই মুখপাত্র।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।