রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে
(last modified Sun, 21 Apr 2024 06:55:01 GMT )
এপ্রিল ২১, ২০২৪ ১২:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য আমেরিকাকে মূল্য দিতে হবে

রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ  বলেছেন, রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না। রাশিয়ার আটক সম্পদ ইউক্রেনের কাছে পাঠানো হবে বলে মার্কিন কংগ্রেস সবুজ সংকেত দেয়ার পর গতকাল (শনিবার) পেসকভ সাংবাদিকদের একথা বলেন। 

রাশিয়ার এ কর্মকর্তা বলেন, সত্যিই আমেরিকা যদি এমনটি করে তাহলে তাকে মূল্য দিতে হবে। তবে মস্কোর পক্ষ থেকে এ ব্যাপারে কী ধরনের জবাব হবে এবং কখন সেই জবাব দেয়া হবে তা সুস্পষ্ট করে বলা হয় নি। তিনি বলেছেন, সর্বোত্তম উপায়ে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব এবং সেভাবে জবাব দেব। 

পেসকভ জোর দিয়ে বলেন, আমেরিকা যদি এই ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্যদিয়ে রাষ্ট্রীয় অর্থ সম্পদ সুরক্ষার যে আন্তর্জাতিক রীতি রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়ার সম্পদ আটক করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করার পদক্ষেপ নিলে তাতে বহু বিনিয়োগকারী আমেরিকা থেকে তাদের বিনিয়োগকৃত অর্থ প্রত্যাহার করে নেবেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২১