ইউরোপীয় ইউনিয়নে তুরস্ক যোগ দিলে বেরিয়ে যাবে অস্ট্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i13717-ইউরোপীয়_ইউনিয়নে_তুরস্ক_যোগ_দিলে_বেরিয়ে_যাবে_অস্ট্রিয়া
অস্ট্রিয়ার উগ্র ডানপন্থি দল ইউরোসেপ্টিক ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হোফার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গণভোট ছাড়া তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয় তাহলে তার দেশ এ জোট থেকে বেরিয়ে যাবে।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
জুলাই ০৪, ২০১৬ ১৮:৫৫ Asia/Dhaka
  • অস্ট্রিয়ার উগ্র ডানপন্থি দল ইউরোসেপ্টিক ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হোফার
    অস্ট্রিয়ার উগ্র ডানপন্থি দল ইউরোসেপ্টিক ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হোফার

অস্ট্রিয়ার উগ্র ডানপন্থি দল ইউরোসেপ্টিক ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হোফার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গণভোট ছাড়া তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয় তাহলে তার দেশ এ জোট থেকে বেরিয়ে যাবে।

ইউরোপীয় জোটে তুরস্কের যোগ দেয়ার বিষয়ে নতুন আলোচনা শুরু প্রেক্ষাপটে হোফার এ কথা বললেন। হোফার বলেন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়নের জন্য অস্ট্রিয়া ভূমিকা রাখবে কিন্তু এ জোটে তুরস্কের যোগ দেয়ার বিষয়টি মেনে নেবে না।

তিনি বলেন, “পরিস্থিতি এমন হলে অস্ট্রিয়ার জনগণের কাছে জানতে চাওয়া হবে এবং আমি নিশ্চিত তুরস্ক যোগ দিলে তারা ইইউ-তে থাকবে না।” হোফার বলেছেন, প্রকৃত ঘটনা হচ্ছে- বর্তমান ব্যবস্থাপনায় অস্ট্রিয়াকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে। গণভোটের মাধ্যমে যখন ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেছে এবং ইউরোপে ইইউ-বিরোধী মনোভাব বাড়ছে তখন অস্ট্রিয়ার ডানপন্থি নেতা এসব কথা বললেন।

গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে, তুরস্ক ইউরোপে শরণার্থী যাওয়া বন্ধ করলে এ জোটের সদস্য হিসেবে গ্রহণ করার আলোচনা জোরদার করা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪