ইরান এবং অস্ট্রিয়ার মধ্যে ঘনিষ্ঠতার কারণ হতে পারে শিক্ষিত ইরানিরা
(last modified Thu, 06 Mar 2025 12:34:18 GMT )
মার্চ ০৬, ২০২৫ ১৮:৩৪ Asia/Dhaka
  • রাজনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি
    রাজনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: অস্ট্রিয়ায় শিক্ষিত ইরানিদের উপস্থিতি দুই দেশকে আরও কাছাকাছি আনার একটি কারণ হতে পারে।

ইরান-অস্ট্রিয়া সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলোর কথা উল্লেখ করে মাজিদ তাখত-রাভানচি বলেন: সাংস্কৃতিক সহযোগিতা দু'দেশের জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। পার্সটুডে আরও জানিয়েছে, ইরানের রাজনীতি বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি মঙ্গলবার এক্স সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন: ইরানের সংস্কৃতিবান লোকদের টার্গেট করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের নিষ্ঠুর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে যাতে ইরান এবং অস্ট্রিয়ার মধ্যে বৃহত্তর এবং আরও বেশি কার্যকর সহযোগিতা সম্ভব হয়।

অস্ট্রিয়ার বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্ত্বিদের মধ্যে ইরানের একটি বিশেষ স্থান রয়েছে। ইরান সর্বদাই সাহিত্য, শিল্প, দর্শন এবং সংস্কৃতিতে সমৃদ্ধ একটি প্রাচীন সভ্যতার লালনভূমি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

উনিশ ও বিংশ শতাব্দীতে, ইরানের সাথে অস্ট্রিয়ার গভীর বুদ্ধিবৃত্তিক ও শৈল্পিক সম্পর্ক ছিল এবং অস্ট্রিয়ার বেশিরভাগ চিন্তাবিদ ও শিল্পী ইরানি সংস্কৃতি ও সভ্যতার মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।