এশিয়ানরা নির্বোধ, আফ্রিকানরা বিপজ্জনক, ল্যাটিন আমেরিকানরা প্রলুব্ধকারী ও রুশরা নির্দয়
(last modified Tue, 14 May 2024 04:53:47 GMT )
মে ১৪, ২০২৪ ১০:৫৩ Asia/Dhaka
  • এশিয়ানরা নির্বোধ, আফ্রিকানরা বিপজ্জনক, ল্যাটিন আমেরিকানরা প্রলুব্ধকারী ও রুশরা নির্দয়

পার্সটুডে- ল্যাটিন আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় এবং যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা ১৮ ভাগই তারা। ২০০০ সাল থেকে হলিউডে নির্মিত দুই হাজার ৬৮২টি সিনেমা বিশ্লেষণ করলে দেখা যায়, ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত ব্যক্তিদেরকে যৌন আকর্ষণ সৃষ্টিকারী মানুষ হিসেবে দেখানো হয়।

সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জগত নিজেদেরকে বিশ্বের সেরা মানুষ মনে করে এবং তারা বিশ্বকে যেভাবে দেখতে চায় হলিউডের সিনেমায় বিশ্বকে সেভাবেই দেখানো হয়। হলিউডে এশিয়ার অধিবাসীদেরকে স্বল্পবুদ্ধিসম্পন্ন ও উত্তেজিত মানুষ হিসেবে তুলে ধরা হয়। এছাড়া আফ্রিকান কৃষ্ণাঙ্গদের দেখানো হয় ভয়ঙ্কর প্রাণী হিসেবে আর ল্যাটিন আমেরিকান মানুষেরা হয় প্রলুব্ধকারী।

আজকের এ আলোচনায় আমরা ১৯২৮ সাল থেকে অস্কার পুরস্কারের জন্য বাছাই করা ৬ হাজার সিনেমায় বিশ্বের কোন অঞ্চলের মানুষকে কীভাবে দেখানো হয়েছে তা নিয়ে কথা বলব।

এশিয়ানরা স্বল্পবুদ্ধির ও উত্তেজিত প্রকৃতির

এশিয়ানদেরকে হলিউডের ফিল্মে এভাবে তুলে ধরা হয়

বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা এশিয়া মহাদেশে বাস করে। এছাড়া তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা ৬ ভাগের কিছু কম। ২০১৭ ও ২০১৮ সালে তৈরি সিনেমাগুলোতে শতকরা ৩ ভাগ চরিত্রে এশিয়ানরা অভিনয় করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই চরিত্রগুলোতে ভুল ও উল্টো তথ্য ফুটিয়ে তোলা হয়। উদাহরণস্বরূপ, বেশিরভাগ ক্ষেত্রে এশিয়ার অধিবাসীদেরকে স্বল্পবুদ্ধিসম্পন্ন ও দ্রুত উত্তেজিত মানুষ হিসেবে তুলে ধরা হয়।

হলিউডের সিনেমায় কৃষ্ণাঙ্গরা আগে মারা যায়

হলিউডের সিনেমায় গড়পরতা ১২.৫ শতাংশ চরিত্রে আফ্রিকান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গরা অভিনয় করেন। এশিয়ানদের মতো হলিউডের গোড়ার দিকের সিনেমায় কালো মানুষদের চরিত্রে অভিনয় করার জন্য কৃষ্ণাঙ্গদের ডাকা হতো না বরং শ্বেতাঙ্গরা মেক-আপের সাহায্যে কালো সেজে অভিনয় করত। পরবর্তীতে কৃষ্ণাঙ্গরা হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পায়। এখন পর্যন্ত হলিউডে কৃষ্ণাঙ্গ পুরুষদেরকে ভয়ানক ক্ষুব্ধ ও বিপজ্জনক এবং কৃষ্ণাঙ্গ নারীদেরকে কড়া মেজাজের দেখানো হয়েছে। কোনো সিনেমায় যদি কয়েক ব্যক্তির মৃত্যুর কথা থাকে তাহলে কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু আগে হয়।

বিপজ্জনক আফ্রিকা

হলিউডের সিনেমায় আফ্রিকানদের এমনভাবে তুলে ধরা হয় যা অনেকটা অদ্ভুত ও কিম্ভুতকিমাকার

হলিউডের সিনেমায় যেসব কৃষ্ণাঙ্গকে দেখানো হয় তাদের বেশিরভাগ আমেরিকায় বসবাসকারী কালো মানুষ। আর আফ্রিকানদের যেভাবে তুলে ধরা হয় তা অনেকটা অদ্ভুত ও কিম্ভুতকিমাকার।  হলিউডে আফ্রিকা মহাদেশকে একটি রহস্যময় ও বিপজ্জনক ভূখণ্ড হিসেবে তুলে ধরা হয় যেটি পশ্চিমাদের কথিত ‘সভ্যতা’ থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে।

ল্যাটিন আমেরিকার চরিত্রগুলো যৌন আকর্ষণ সৃষ্টিকারী হয়

হলিউডের দৃষ্টিতে ল্যাটিন নারীরা লাস্যময়ী ও চিত্তাকর্ষক

ল্যাটিন আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংখ্যালঘু এবং যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার শতকরা ১৮ ভাগই তারা।  ২০০০ সাল থেকে হলিউডে নির্মিত দুই হাজার ৬৮২টি সিনেমা বিশ্লেষণ করলে দেখা যায়, ল্যাটিন আমেরিকান বংশোদ্ভূত ব্যক্তিদেরকে যৌন আকর্ষণ সৃষ্টিকারী মানুষ হিসেবে দেখানো হয়। এছাড়া, ল্যাটিন নারীরা লাস্যময়ী ও চিত্তাকর্ষক হন এবং তারা সব সময় পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন।

সাধারণত ল্যাটিন আমেরিকার নারী ও পুরুষদের গায়ের রঙ বাদামি ও কালো বর্ণের চুলের অধিকারী দেখানো হয়।

রাশিয়ানরা নির্দয় ও সহিংস হয়

ক্যাপশান: হলিউডের সিনেমায় সাধারণত অ-রুশরা রাশিয়ানদের ভূমিকায় অভিনয় করে

এদিকে হলিউডের সিনেমায় শীতল যুদ্ধের সময় রুশদের সঙ্গে যে শত্রুভাবাপন্ন আচরণ শুরু হয়েছিল তা এখনও চলছে।

হলিউডে রুশদের সাধারণভাবে ‘কঠোর, মদখোর ও নির্দয়’ হিসেবে তুলে ধরা হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, হলিউডের সিনেমায় সাধারণত অ-রুশরা রাশিয়ানদের ভূমিকায় অভিনয় করে। শীতল যুদ্ধের সময় সত্যিকার অর্থেই অভিনয়ের জন্য পাশ্চাত্যে কোনো রুশ অভিনেতা পাওয়া যেত না। কিন্তু এখন যখন শীতল যুদ্ধের পরিস্থিতি নেই এবং রুশ অভিনেতারা সহজপ্রাপ্ত তখনও আগের সেই ধাঁচ থেকে বেরিয়ে আসতে পারেনি হলিউড।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ