ইসরাইলের রাষ্ট্রীয় আইনকে বর্ণবাদী বললেন হলিউডের অভিনেত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i66558-ইসরাইলের_রাষ্ট্রীয়_আইনকে_বর্ণবাদী_বললেন_হলিউডের_অভিনেত্রী
দখলদার ইহুদিবাদী ইসরাইলের কথিত রাষ্ট্রীয় আইনকে ‘বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও হলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাটালি পোর্টম্যান।   
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৩, ২০১৮ ২২:২৮ Asia/Dhaka
  • নাটালি পোর্টম্যান
    নাটালি পোর্টম্যান

দখলদার ইহুদিবাদী ইসরাইলের কথিত রাষ্ট্রীয় আইনকে ‘বর্ণবাদী’ বলে আখ্যায়িত করেছেন ইসরাইলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও হলিউডের খ্যাতিমান অভিনেত্রী নাটালি পোর্টম্যান।   

লন্ডন থেকে প্রকাশিত আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-কুদস আল-আরাবিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মত প্রকাশ করেন। তার এ সাক্ষাৎকার আজ (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে। নাটালি অধিকৃত আল-কুদস শহরে জন্মগ্রহণ করেন এবং আমেরিকায় বেড়ে ওঠেন।  তিনি সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের আইনকে সমর্থন করেন না তিনি।

নাটালি বলেন, “ইসরাইলের রাষ্ট্রীয় আইন বর্ণবাদী। এটা তাদের ভুল এবং আমি এ আইনের সঙ্গে একমত নই। রাজনীতিবিদের নেয়া সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের ব্যক্তিগত জীবন প্রভাবিত হচ্ছে।”

ইসরাইলের বর্ণবাদী সেনাদের হাত থেকে শিশুরাও রক্ষা পায় না

এ অভিনেত্রী বলেন, “আমি বিশ্বাস করি শুধুমাত্র আমাদের প্রতিবেশীদের প্রতি ভালোবাসা দেখালে এবং তাদের সঙ্গে মিলে কাজ করলেই পরিবর্তনটা আসবে।”  

নাটালি এই প্রথম ইসরাইলের বর্ণবাদী নীতির সমালোচনা করলেন না; এর আগেও তিনি কয়েকবার এমন সমালোচনা করেছেন। গত এপ্রিল মাসে নাটালি পোর্টম্যানকে ‘জেনেসিস প্রাইজ ফাউন্ডেশন’ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সে পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দেন হলিউডের এই অভিনেত্রী। সে সময় তিনি বলেছিলেন, ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে বৈধতা দিতে চান না। নাটালিকে যে পুরস্কার দেয়া হচ্ছিল তাকে ‘জিউস নোবেল’ বলে গণ্য করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৩