জাতিসংঘের প্রস্তাব কি ইসরায়েলি দখলদারিত্ব অবসানের সূচনা হতে পারে?
https://parstoday.ir/bn/news/world-i154718-জাতিসংঘের_প্রস্তাব_কি_ইসরায়েলি_দখলদারিত্ব_অবসানের_সূচনা_হতে_পারে
পার্সটুডে- জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫১ ভোটে একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও ১৯৬৭ সালে দখলকৃত অঞ্চলগুলি থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, যা তেল আবিবের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসানে সূচনা হতে পারে।
(last modified 2025-12-04T14:54:37+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২৫ ১৭:১৩ Asia/Dhaka
  • • জাতিসংঘ সাধারণ পরিষদ
    • জাতিসংঘ সাধারণ পরিষদ

পার্সটুডে- জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫১ ভোটে একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় আবারও ১৯৬৭ সালে দখলকৃত অঞ্চলগুলি থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, যা তেল আবিবের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসানে সূচনা হতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫১ ভোটে একটি প্রস্তাব পাস করে, যার ফরে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ ১৯৬৭ সাল থেকে দখলকৃত সমস্ত ফিলিস্তিনি অঞ্চল থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এই ঐতিহাসিক ভোট গ্রহণে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমি সম্পর্কে ১২৩ ভোটে একটি পৃথক প্রস্তাব পাস হয়, যা থেকে বিশ্ব অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রমাণ পাওয়া যায়।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকদের দৃষ্টিতে, এই ভোটের ফলাফল বহুমাত্রীক গভীর বার্তা বহন করে। "গাজায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ" সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার দফতরের সাম্প্রতিক প্রতিবেদন এবং "আন্তর্জাতিক সমাজের নৈতিক ব্যর্থতা" সম্পর্কে মহাসচিব সতর্ক করে দিয়েছেন।

গত দুই বছরে, বিশ্বের বহু মানুষ গাজায় মানবিক বিপর্যয়ের ছবি প্রকাশ করে ইসরায়েলের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে, যা বহু দেশকে তেল আবিব থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে বাধ্য করেছিল। প্রস্তাবের মূল বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব এবং অবিলম্বে আরব ভূমি দখল অবসানের উপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের দৃষ্টিকোণ থেকে এই নীতি আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম অনস্বীকার্য ভিত্তি হিসেবে বিবেচিত।

আন্তর্জাতিক আইনজীবী এবং পর্যবেক্ষকদের দৃষ্টিকোণ থেকে, এতোগুলো দেশের সমর্থন নিয়ে ইসরায়েল বিরোধী এই অবস্থান থেকে ইসরায়েলি নীতির বিরুদ্ধে ঐক্যের ইঙ্গিত দেয় যা দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতির পথ খুলে দিতে পারে। আল জাজিরা, বিবিসি এবং রয়টার্সের মতো সংবাদ সংস্থা এবং বিভিন্ন সূত্রও এই সিদ্ধান্তকে দখলদারিত্বের অবসান এবং অবৈধ বসতি স্থাপন বন্ধ করার জন্য তেল আবিবের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের আভাস বলে মনে করেছে।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।