মার্কিন ছবি দিয়ে সৌদি আরবে শুরু হলো চলচ্চিত্র প্রদর্শন
https://parstoday.ir/bn/news/world-i56046-মার্কিন_ছবি_দিয়ে_সৌদি_আরবে_শুরু_হলো_চলচ্চিত্র_প্রদর্শন
সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ (বৃহস্পতিবার) হলিউডের অ্যাকশন মুভি 'ব্ল্যাক প্যানথার' দিয়ে শুরু হয়েছে সিনেমা প্রদর্শন। দীর্ঘ ৩৫ বছর পর দেশটিতে সিনেমা প্রদর্শন শুরু হলো। রাজধানী রিয়াদে গানের কনর্সাটের জন্য তৈরি একটি হলে প্রথম এই সিনেমা প্রদর্শন করা হয়েছে বলে জানা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ২১:৫১ Asia/Dhaka

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ (বৃহস্পতিবার) হলিউডের অ্যাকশন মুভি 'ব্ল্যাক প্যানথার' দিয়ে শুরু হয়েছে সিনেমা প্রদর্শন। দীর্ঘ ৩৫ বছর পর দেশটিতে সিনেমা প্রদর্শন শুরু হলো। রাজধানী রিয়াদে গানের কনর্সাটের জন্য তৈরি একটি হলে প্রথম এই সিনেমা প্রদর্শন করা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন কোম্পানি ‘এএমসি এন্টারটেইনমেন্ট’-কে ১৫টি শহরে সিনেমা প্রদর্শনের জন্য লাইসেন্স দেয়া হয়েছে। এই কোম্পানি আগামী ৫ বছরে সৌদি আরবে ৪০টি সিনেমা হল নির্মাণ ও সেখানে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করবে। 

এর আগেই সৌদি আরবের বিভিন্ন শহরে কনসার্ট শুরু হয়েছে। এসব কনসার্টের জন্য সরকারি হল এবং অস্থায়ী ভিত্তিতে প্রজেক্টর ব্যবহার করা হচ্ছে। 

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান মুক্ত বিনোদনের যে নীতি গ্রহণ করেছেন তারই ভিত্তিতে আজ থেকে সেদেশে সিনেমা প্রদর্শন শুরু হলো।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯