মে ২৬, ২০২৪ ১৭:৪৬ Asia/Dhaka
  • গাজার জনগণের প্রতি ইতালীয়দের সমর্থন এবং ফ্রান্স থেকে ফিলিস্তিনপন্থী ইমামকে বহিষ্কার
    গাজার জনগণের প্রতি ইতালীয়দের সমর্থন এবং ফ্রান্স থেকে ফিলিস্তিনপন্থী ইমামকে বহিষ্কার

পার্সটুডে-ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি ইতালিয়দের সমর্থন, ইতালী সরকারের ঋণের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্কতা, ফিলিস্তিনকে সমর্থন করার কারণে ফ্রান্সের একটি মসজিদের ইমামকে বরখাস্ত করা, ফ্রান্সের একটি আদালতে সিরিয়ার তিন কর্মকর্তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় এবং ফ্রান্সে প্রকাশিত হয়েছে এক ইরানি কবির কবিতার অনুবাদ। গত কয়েক ঘণ্টায় এই ছিল ইউরোপের ওই দুই দেশে প্রকাশিত বাছাই করা খবর ।

ফিলিস্তিনি জনগণের প্রতি ইতালীয়দের সমর্থন

ইরানি সংবাদ সংস্থা ওয়াইজেসি'র মতে, ইতালির পার্লামেন্টের প্রাক্তন সদস্য "স্টিফানো আপুজো" "গাজায় গণহত্যা বন্ধ কর"-এই স্লোগান দিয়ে পার্লামেন্ট ভবনের ব্যালকুনিতে ফিলিস্তিনি পতাকা স্থাপন করে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তাঁর সমর্থন ঘোষণা করেছেন। ফ্রান্সে ৭৭তম  কান ফিল্ম ফেস্টিভ্যালে ইতালীয় অভিনেত্রী ইয়াসমিন ট্রিঙ্কাও ফিলিস্তিনি জনগণের প্রতি তাঁর সমর্থন এবং সংহতি ঘোষণা করেছেন। তিনি তাঁর জামার কলারে ফিলিস্তিনি পতাকার নকশা করা একটি ব্যাজ কোট-পিন হিসেবে স্থাপন করে সমর্থন প্রকাশ করেন।

ভ্যাটিকানে শহীদ রায়িসি'র প্রতি শ্রদ্ধা নিবেদন

এদিকে ইরনা জানিয়েছে, ইরানের শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভ্যাটিকানে ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের আল-মাহদি ইসলামি সেন্টারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে ইতালিতে মোতায়েন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মাদ রেজা সাবুরি বলেছেন: শহীদ প্রেসিডেন্ট রায়িসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সর্বোচ্চ নেতার নির্দেশিত ইসলামি, জিহাদি এবং জাতীয় শাসন ও নীতিমালা অনুসরণ করে প্রজ্ঞা এবং যোগ্যতার ভিত্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইরানের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন। সেইসাথে আন্তর্জাতিক সহযোগিতার উন্নয়ন ঘটাতেও সক্ষম হয়েছিলেন।

ইতালী সরকারের ঋণ সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হুশিয়ারি

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ইতালি সরকারের ঋণ নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছে। এক বিবৃতিতে আইএমএফ ইতালি সরকারের ঋণ মোকাবেলায় দ্রুত ও সিদ্ধান্তমূলক আর্থিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভবিষ্যদ্বাণী করেছে যে ২০২৪ সালে ইতালির পাবলিক ঋণ জিডিপির ১৪০ শতাংশে এ পৌঁছাবে।

ফিলিস্তিনকে সমর্থনের কারণে ফ্রান্সে এক মসজিদের ইমামকে বহিষ্কার

বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলের সমর্থনে ফ্রান্স সেদেশের বোর্দো শহরের আল-ফারুক মসজিদের ইমাম আবদুর রাহমান রিজওয়ানকে বহিষ্কার করেছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন করা এবং তথাকথিত ইসরাইল-বিদ্বেষের অভিযোগ আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে।

ফ্রান্সের একটি আদালত সিরিয়ার ৩ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে

এদিকে এএফপি জানিয়েছে, শুক্রবার প্যারিসের একটি আদালত সিরিয়ার ৩ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ই আদালত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ৩ সিরিয়ী কর্মকর্তাকে কারাদণ্ড দেয়। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৩জন হলেন: সিরিয়ার বাথ পার্টির জাতীয় নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আলী মামলুক, বিমান বাহিনীর গোয়েন্দা অফিসের সাবেক প্রধান জামিল হাসান এবং বিমান বাহিনীর একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা আব্দুল সালাম মাহমুদ।

প্যারিস এবং তাদের পশ্চিমা মিত্ররা এ অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় সিরিয়ার সেনাবাহিনীর সাফল্যের পর দেশটির ওপর চাপ জোরদার করার প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছে।

ফ্রান্সে ফরাসি ভাষায় অনূদিত মোহাম্মদ শামস ল্যাংরুদি'র কবিতা প্রকাশ

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, সমসাময়িক ইরানী কবি মোহাম্মদ শামস ল্যাংরুদি'র একটি কবিতার সংকলন ফ্রান্সে প্রকাশিত হয়েছে। ফরাসি ভাষায় অনূদিত ওই বইতে বলা হয়েছে: শামস ল্যাংরুদি সমসাময়িক ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক ব্যক্তিত্ব। তিনি কাস্পিয়ান সাগরের তীরবর্তী একটি শহরে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তেহরানে বসবাস করছেন। এ পর্যন্ত তাঁর ২৭টি কবিতার বই, দুটি উপন্যাস এবং বেশ কয়েকটি গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ