"আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার জাহান্নামে জ্বলবে"
https://parstoday.ir/bn/news/world-i138282
আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য টমাস গোল্ড, গাজায় ইসরাইলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছেন, "আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নাবে জ্বলবে।"
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ০৪, ২০২৪ ১৬:১৮ Asia/Dhaka
  • আয়ারল্যান্ডের সাংসদ: আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার নরকে জ্বলবে
    আয়ারল্যান্ডের সাংসদ: আমি আশা করি নেতানিয়াহু এবং তার ফেরাউন সরকার নরকে জ্বলবে

আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য টমাস গোল্ড, গাজায় ইসরাইলি নৃশংসতা ও অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছেন, "আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার এবং তার জেনারেলরা জাহান্নাবে জ্বলবে।"

আইরিশ পার্লামেন্টেরে এই প্রতিনিধি টমাস গোল্ড পার্লামেন্টে দেয়া সাম্প্রতিক বক্তৃতায় উচ্চস্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন যে, গাজায় ১৫ হাজার শিশুকে হত্যা করা হয়েছে অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে।

তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহুসহ ইসরাইলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন, ঘৃণা প্রকাশ করছেন।

টমাস গোল্ড তার বক্তৃতায় বলেছেন, 'যখন আমরা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলো দেখি, তখন আমরা দেখতে পাই ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি। অথচ বিশ্ববাসী কেবল তাকিয়ে তাকিয়ে এ দৃশ্য দেখছে।'

বক্তৃতা দেয়ার সময় অত্যন্ত আবেগভরা ও কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আরো বলেন, "১৫ হাজার শিশুকে জবাই করা হয়েছে এবং ৩৫,০০০ পুরুষ, মহিলা ও শিশু হত্যা ..... এটা অবিশ্বাস্য! সেখানে নজিরবিহীন গণহত্যা হয়েছে,মাথাবিহীন শিশুদের লাশ পড়ে আছে, আর ইসরাইল সরকার বলছে এটা তাদের ভুল ছিল! আমি আশা করি নেতানিয়াহু জাহান্নামে জ্বলবে এবং শিশুদের ও তাদের পরিবারকে পুড়িয়ে মারার শাস্তি ভোগ করবে।"

আয়ারল্যান্ডের পার্লামেন্টের সদস্য থমাস গোল্ড আরো বলেছেন,

"আমি আশা করি যে নেতানিয়াহুসহ ইসরাইলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা জাহান্নামের আগুনে জ্বলবে এবং সৃষ্টিকর্তা যেন তাদের প্রাপ্য শাস্তির স্বাদ আস্বাদন করান। কারণ এখন যা ঘটছে তা শুধু বর্ণবাদ নয়, তারা যা করছে তা প্রতিটি বিবেকবান হৃদয়কে নাড়া দেয়ার মতো।"

ইসরাইলিদের উদ্দেশে তিনি বলেছেন, "হে ইসরাইলের জনগণ তোমাদের বিবেক কোথায়? আপনারা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছেন? আপনাদের মানবতা কোথায় গেল?"

টমাস গোল্ড  বক্তব্যের শেষে বলেছে তার "এখন আয়ারল্যান্ডের জনগণ বলছেন যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি, আমরা অন্য সব মানুষের মতো তাদেরকেও মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছি যা ইসরাইলের জন্য লজ্জার, তারা যা করেছে  তা কখনও আমরা ভুলে যাব না।"

গত ২৮ মে আয়ারল্যান্ড সরকার একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে ঘোষণা করে যে, তারা ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে এবং এই দেশের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।