জুন ১১, ২০২৪ ১৫:১০ Asia/Dhaka
  • ইউরোপে বাড়ছে উগ্রবাদীদের তৎপরতা
    ইউরোপে বাড়ছে উগ্রবাদীদের তৎপরতা

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন, ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গান্তজ-এর পদত্যাগ, কলম্বিয়ার পক্ষ থেকে ইসরাইলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা-এসবই গেলো সপ্তা'র কয়েকটি প্রধান বিশ্ব-সংবাদ।

ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গান্তজ পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার যুদ্ধে ইসরাইলের বিজয়ের পথে বাধা বলে উল্লেখ করেছেন এবং মন্ত্রীসভায় রাজনৈতিক শরিক হিসেবে নয় বরং অভিন্ন পরিণতির কারণে তাকে থাকতে হয়েছে বলে দাবি করেছেন। ৭ অক্টোবরের ব্যর্থতার বিষয়ে তিনি ঘরোয়া ইসরাইলি তদন্তও দাবি করেছেন।

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন

এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউরোপীয় জোট থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর এই প্রথম জোটটির নির্বাচন হল। এ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার ছিল ৫৯ দশমিক ৫১ শতাংশ যা গত নির্বাচনের তুলনায় বেশি। এ নির্বাচনে ডানপন্থী ও পপুলিস্ট দলগুলোর ব্যাপক সাফল্য ছিল লক্ষণীয়। ক্ষমতার ভারসাম্য এখন এইসব দলের দিকেই ঝুঁকে গেছে। মধ্য ও বামপন্থী দলগুলো ব্যাপক সংখ্যক আসন হারিয়েছে। তাদের হাতে রয়েছে মাত্র ৫৪ শতাংশ আসন যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যথেষ্ট নয়। ইউরোপীয় পার্লামেন্টে ব্যাপক ভরাডুবির প্রেক্ষাপটে ফরাসি সংসদ ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি মেয়াদপূর্ব নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। 

মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট

মেক্সিকোর নির্বাচনে জয়ী প্রথম নারী প্রেসিডেন্ট 

মেক্সিকান নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মেক্সিকোতে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ‘ক্লাউডিয়া শিনবাউম’। আবহাওয়া বিশেষজ্ঞ এই নারী ৫৮ থেকে ৬০ শতাংশ ভোট পেয়েছেন। দেশটির ইতিহাসে এত বেশি ভোট পাওয়ার রেকর্ডও গড়লেন তিনি।

ওদিকে  কলম্বিয়া সরকার ইহুদিবাদী ইসরাইলে কয়লা রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধের লক্ষ্যে চাপ সৃষ্টির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে কলম্বিয়া। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে কোনো দেশ এই প্রথম ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেদেশের প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। তাই প্রেসিডেন্ট স্বাক্ষর করার পরই এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন বা কার্যকর করার কাজ শুরু হয়ে যাবে।

ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোটের জয়

ভারতে পর পর তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

এনডিএ জোট মোদির নেতৃত্বে পরপর তৃতীয়বারের মত ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী হল। তবে এবার তার দল বিজেপিকে ক্ষমতায় থাকতে হলে শরিক দলগুলোর ওপর ভরসা করতে হবে। কারণ একক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছে তার দল বিজেপি। এবার তার দল পেয়েছে ২৪০টি আসন। এই নির্বাচনে জেতার পর বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভারতে নতুন যুগের সূচনা ঘটবে বলে মোদি তার সমর্থকদের জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তে শরণার্থী গ্রহণে সীমাবদ্ধতা 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক নতুন নির্বাহি আদেশ জারি করেছেন যাতে এই সীমান্তে আশ্রয় গ্রহণ করতে আসা শরণার্থীদের সংখ্যা অত্যন্ত সীমিত করা হয়। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে তার দেশের সীমান্তকে অবশ্যই নিরাপদ রাখতে হবে। এই নির্দেশের আলোকে শরণার্থীদের সংখ্যা আড়াই হাজার হলে আশ্রয় দানের প্রক্রিয়া বন্ধ রাখা হবে এবং তাদের সংখ্যা ১ হাজার ৫০০ জনে হ্রাস পেলে আবারও সীমান্ত খুলে দেয়া হবে। শরণার্থীদের অবৈধ প্রবেশ বন্ধের জন্যই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি করেছে বাইডেন সরকার।#

পার্সটুডে/১১

ট্যাগ